ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সেলাই স্বয়ংক্রিয় করতে অত্যাধুনিক মেশিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
সেলাই স্বয়ংক্রিয় করতে অত্যাধুনিক মেশিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পোশাক শিল্পে সেলাই কাজ  সর্বাধুনিক ও সহজ করতে চীন, জাপান, তাইওয়ান, জার্মানি, থাইল্যান্ড, ভারত, হংকং, তুরস্ক ও আমেরিকাসহ  ১২টি দেশ নানা প্রযুক্তির মেশিন প্রদর্শন করছে।
 
দ্বিতীয় দিনেও জমজমাট হয়ে উঠেছে চারদিনের তিনটি আন্তর্জাতিক প্রদর্শনীর সবগুলোই।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) চলছে ‘গার্মেন্টটেক’ ‘ইয়ার্ন অ্যান্ড ফেব্রিকস সোর্সিং ফেয়ার’ ও ‘গ্যাপেক্সপো-২০১৬ শীর্ষক এসব প্রদর্শনী।

শনিবার (১৬ জানুয়ারি) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে প্রদর্শনীগুলো।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) আইসিসিবি’র  ২ নম্বর হলে ঘুরে দেখা গেছে, পোশাক শিল্পের উদ্যোক্তা, দর্শনার্থী, আয়োজক প্রতিষ্ঠান ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পদচারণায় মুখরিত ‘গার্মেন্টটেক’।
 
জার্মান প্রযুক্তির ডুয়ের কপ অ্যাডলার, পাপ(PFAFF), বাইছলার সেলাই মেশিন প্রদর্শন করা হচ্ছে। জ্যাকেট, ট্রাউজার ও স্যুটে স্বয়ংক্রিভাবে সেলাই ও বোতাম লাগানো যাবে। এছাড়া মেশিনগুলোর মাধ্যমে একজন পোশাককর্মী পাঁচজনের কাজ করতে পারবেন।

ফলে বাড়তি শ্রমিক খরচা, বিদ্যুৎ, স্পেস খরচ কম লাগবে। জার্মান প্রযুক্তির মেশিনগুলো ড্যাড ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড বাংলাদেশে আমদানি করে থাকে।
 
কোম্পানিটির ম্যানেজার (বিজনেস ডেভলপমেন্ট) শাহ আলমগীর বাংলানিউজকে বলেন, পোশাকশিল্পে সেলাইয়ের কাজ আরও স্বয়ংক্রিয় এবং আধুনিক করতে আমরা নানা ধরনের মেশিন প্রদর্শন করছি। আমাদের মেশিনগুলো ব্যবহার করলে বিদ্যুৎ, শ্রমিক খরচ ও স্পেসের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়া যাবে।

অটোমেশন, নিট, জেনারেল, লেদার সেকশনে নানা ধরনের অত্যাধুনিক সেলাই মেশিন প্রদর্শন করছে জাপানি প্রযুক্তির জুকি। সরাসরি জাপান থেকে মেশিনগুলো এনে মেলায় প্রদর্শন করা হচ্ছে। পোশাক শিল্পে সেলাই কাজকে গতিশীল ও আধুনিক করতে জুকি’র নানা পদক্ষেপ লক্ষ্য করা গেছে। হাতের স্পর্শ ছাড়াই বোতাম লাগানোর কাজে ব্যবহারের মেশিনও প্রদর্শন করছে জুকি।
 
গার্মেন্ট শিল্পের জন্য আবিস্কৃত সর্বশেষ ও সর্বাধুনিক প্রযুক্তির পসরা সাজিয়ে বসা ১২টি দেশের প্রায় ২শ’ ৮০টি প্রতিষ্ঠানের স্টলে শিল্প উদ্যোক্তা ও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এমআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।