ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাণের পণ্য এবার যাচ্ছে ইয়েমেনে

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
প্রাণের পণ্য এবার যাচ্ছে ইয়েমেনে

ঢাকা: ইয়েমেনে প্রাণ’র পণ্য সরবরাহে দেশটির আলমুশারা কোম্পানির সঙ্গে প্রাণ গ্রুপ একটি চুক্তি করেছে। সম্প্রতি রাজধানী ঢাকায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এ চুক্তি সম্পাদিত হয়।



চুক্তির ফলে প্রথমবারে মতো মধ্যপ্রাচ্যের এ দেশটিতে প্রাণের পণ্য পাওয়া যাবে। যার আওতায় আলমুশারা কোম্পানি বছরে প্রায় ২ দশমিক ১ মিলিয়ন ইউএস ডলার সমমূল্যের প্রাণের বিভিন্ন পণ্য ক্রয় করবে।
 
প্রাণের প্রধান রফতানি কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং আলমুশারা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাশেম আলমুশারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এসব পণ্যের মধ্যে থাকবে- প্রাণ জুস ও ড্রিংকস এবং বিভন্ন ধরনের কনফেকশনারি আইটেম যেমন- ললিপপ, বাবলগাম, টমক্যান্ডি, চকোচকো ও বিভিন্ন ধরনের বিস্কুট।

মিজানুর রহমান জানান, ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রাণের পণ্যের চাহিদা ক্রমাগত বাড়ছে। প্রাণের পণ্য বর্তমানে বিশ্বের ১২১টি দেশে রফতানি হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ এক্সপোর্ট লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা আরিফুর রহমান, সিনিয়র কর্মকর্তা এহসানুল সিদ্দিক, আলমুশারা কোম্পানির মুহতাসিম ও নাবিল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।