ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নীলফামারীর বিলুপ্ত চার ছিটমহলে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
নীলফামারীর বিলুপ্ত চার ছিটমহলে কম্বল বিতরণ

নীলফামারী: নীলফামারীর সদ্য বিলুপ্ত চার ছিটমহলের তিনশ’ দরিদ্র ও শীতার্ত নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে ছিটমহলের দরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল তুলে দেন ব্যাংকটির রংপুর অঞ্চলের প্রধান উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শহিদুল ইসলাম।


 
অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক নীলফামারী শাখা ব্যবস্থাপক রথীন্দ্র নাথ সরকার, জলঢাকা শাখা ব্যবস্থাপক রুহুল আমিন, টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন ও ব্যাংকের নীলফামারী শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা হাবিবুর রহমান ও আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
নীলফামারী শাখা ব্যবস্থাপক রথীন্দ্র নাথ সরকার বাংলানিউজকে জানান, ব্যাংকটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি (সিএসআর) ও এসএমই ফাইন্যান্সিং কার্যক্রমের আওতায় বিলুপ্ত ছিটমহলের তিনশ’ দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।