ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাগেরহাট বিসিকের ২৫ লাখ টাকার ডাল লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
বাগেরহাট বিসিকের ২৫ লাখ টাকার ডাল লুট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাট বিসিক শিল্প নগরী এলাকা থেকে ট্রাকযোগে একটি মিলের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের মশুরের ডাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে বিসিকের মেসার্স শক্তি ডাল মিলে হানা দেয় দুর্বৃত্তরা।

তারা মিলের দুই শ্রমিকদের বেঁধে রেখে ডাল লুটে করে নিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই মিলের তিন শ্রমিক মুকুল মন্ডল (২৫), তাপস মন্ডল (৩৭) ও উত্তম কুমার পালকে (৩০) আটক করেছে।

মেসার্স শক্তি ডাল মিলের মালিক স্বপন কুমার বসু বাংলানিউজকে জানান, রাত প্রায় আড়াইটার দিকে মিলের গোডাউনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। এ সময় তারা দুই শ্রমিককে বেঁধে রেখে ২৫ কেজির ৪১০টি ও ৫০ কেজি ওজনের ১৪৯টি মশুর ডালের বস্তা ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়।

লুট হওয়া ডালের অনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। দুর্বৃত্তরা সংখ্যায় ১২ থেকে ১৪ জন হতে পারে বলে তার ধারণা।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খাঁন বাংলানিউজকে জানান, পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি রহস্যজনক।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।