ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা

মাইওয়ান ও মাইচয়েসে ছাড় ১৫ শতাংশ

সাব্বির আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
মাইওয়ান ও মাইচয়েসে ছাড় ১৫ শতাংশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আন্তর্জাতিক বাণিজ্যমেলা থেকে: ব্লেন্ডার, আয়রন, রাইস কুকার, চুলা, সিলিং স্ট্যান্ড, কেটলিসহ হোমঅ্যাপ্লায়েন্স পণ্য সবচেয়ে কম দামে কিনতে চলে আসুন মাইওয়ানে- এমন আহবান রাখছেন মাইওয়ানের একজন বিক্রয় কর্মকর্তা।

তার মতে, গৃহস্থালি পণ্য সবচেয়ে বেশি ১৫ শতাংশ ছাড় দিয়ে তারাই বিক্রি করছেন।

তবে মাইওয়ান নামটির সঙ্গে এখন মাইচয়েসও যুক্ত। মাইওয়ানের সঙ্গে একই কোম্পানির মাইচয়েসকে পরিচিত করে তুলতে তাদের এ প্রচেষ্টা। মিনিস্টার নামে আরেকটি ব্র্যান্ডও একই কোম্পানি থেকে শুরু করে এখন আলাদা হয়ে গেছে।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার মাইওয়ান প্যাভিলিয়নের বিক্রেতারা জানান, ১৯৯৯ সালে থেকে দেশের বাজারে টিভি দিয়ে যাত্রা শুরু হয় মাইওয়ানের। ২০ বছর পেরিয়ে এখন ফ্রিজসহ হোম অ্যাপ্লায়েন্সের প্রায় সব পণ্য বিক্রিতে নাম যুক্ত আছে মাইওয়ানের। এ সময়ের মধ্যে মাইওয়ান থেকে মিনিস্টার নামে আরেকটি ব্র্যান্ড আলাদা হয়ে গেছে। মাইওয়ান থেকে নতুন করে মাইচয়েস- নামে আরেকটি ব্র্যান্ডও এসেছে।

টিভি, ফ্রিজ, এসি ছাড়াও হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে মাইওয়ান দিচ্ছে ব্লেন্ডার, আয়রন রাইস কুকার, চুলা, সিলিং স্ট্যান্ড, কেটলি। সবচেয়ে কম দাম সাড়ে ৫৯৫ টাকায় কাপড় আয়রন মেশিন বিক্রি করছেন তারা।

বেশি দামের মধ্যে বড় ডাবল ডোরের রেফ্রিজারেটরের বাইরের মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা। আর মেলার মূল্য হিসেবে ১ লাখ ১৪ হাজার টাকা দিয়েই ক্রেতাদের কাছে এসেছে মাইওয়ান।

‘পুরো মেলায় যতোগুলো ইলেকট্রনিক্স আছে, তার মধ্যে আমরাই বেশি ছাড় দিচ্ছি’ বলে দাবি করেন মেলার মাইওয়ানের বিক্রয় প্রতিনিধি জেবুন্নেসা উর্মি।

তিনি জানান, মাইওয়ানের ২ টনের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের দাম ৬৫ হাজার টাকা, কিন্তু মেলায় ৫৯ হাজার টাকা। দেড় টনের দাম বাইরে ৫১ হাজার টাকা, কিন্তু মেলায় ৪৫ হাজার টাকা।
২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন সর্বনিম্ন ১৪ হাজার টাকায় বিক্রি করছেন তারা। আর ৬৫ ইঞ্চি এলইডির দাম ৭৫ হাজার টাকা হলেও মেলা উপলক্ষে শুধুমাত্র স্টলে তারা বিশেষ ছাড়ে (১৫ শতাংশ) বিক্রি করছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এসএ/এএসআর

** দৈনিক ১৫শ’ রোগীর ফ্রি চিকিৎসায় ‘নভো নরডিস্ক’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।