ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মহাস্থানে তরতাজা সবজির মোকাম

বেলাল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
মহাস্থানে তরতাজা সবজির মোকাম ছবি: আরিফ জাহান/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ার মহাস্থান থেকে ফিরে: কাকডাকা সকালেই সবজি খেতে নেমে পড়েন কৃষক। বাজার উপযোগী সবজিগুলো বেছে বেছে খেত থেকে তোলেন।

তবে অর্থের প্রয়োজন দেখা দিলে বেছে বেছে তোলার সময় থাকে না। এরপর ভ্যান, ভটভটিসহ বিভিন্ন যান ও ভাড়ে করে সেই সবজি নিয়ে সোজা চলে আসেন মহাস্থান বাজারে।
 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের পশ্চিম পাশ ঘেঁষে বাজারটির অবস্থান। তবে জায়গার স্বল্পতার কারণে মহাসড়কের দু’পাশের বেশ খানিকটা অংশজুড়ে বাজারটি বসে।
 
সবজি বলতে যা কিছু বোঝায়- তার সবই তরতাজা পাওয়া যায় এ বাজারে। তাই তরতাজা সবজি পেতে চাইলে যে কেউ এ বাজারে আসতে পারেন। দামও বেশ কম।

কারণ এখান থেকে সবকিছু পাইকারি দরে কেনা যায়। আর একই সবজি অন্য বাজারে খুচরা মূল্যে অনেক বেশি দামে কিনতে হয়। তাও তরতাজা সবজি মেলাতে পারবেন কি-না তা নিয়েও যথেষ্ট সংশয় থেকে যায়।
 
সম্প্রতি উপজেলার মহাস্থান বাজার ঘুরে একাধিক ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে এসব তথ্য ওঠে আসে।
 
স্বপন, জুয়েল, শফিউলসহ একাধিক ব্যবসায়ী বাংলানিউজকে জানান, পুরো সপ্তাহজুড়ে এখানে বাজার বসে। সকাল থেকে দিনব্যাপী চলে এই বাজার। এখানে আলু, মূলা, বেগুন, কাঁচা ও শুকনো মরিচ, টমেটো, গাঁজর, শিম, পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজের ফুল, পালং ও লাল শাক, করলা, ঝিঙা, বরবটি, শসা, খিরাই, শোলুকপাতা, ছাচি লাউ, মিষ্টি লাউ, আদা, রসুনসহ সব ধরনের সবজি পাওয়া যায়।
 
তারা আরো জানান, উত্তরাঞ্চলের শস্যভাণ্ডার খ্যাত জেলা বগুড়া। এই জেলার কৃষি জমির একটি বিরাট অংশজুড়ে কৃষকরা বছরের বারো মাসই রকমারি সবজি ফলান।

আর কৃষকের উৎপাদিত সবজির বেশিরভাগই এ বাজারে বিক্রি হয়। কারণ ব্যাপারি বা ক্রেতার অভাবে সবজি রেখে এই বাজার থেকে কৃষককে কখনও যেতে হয় না। যখন যে বাজার সেই বাজারদর অনুযায়ী তারা সবজি বিক্রি করতে পারেন।
 
এছাড়া এখানে সবসময় তরতাজা সবজি পাওয়া যায় বলে এই বাজারের আলাদা সুনাম রয়েছে বলে জানান তারা।
 
মহাস্থান বাজারে কথা হয় বগুড়া শহরের শাহজাহান আলী, শিবগঞ্জের আমির হোসেন, মোকামতলার শহিদুল ইসলামের সঙ্গে। তারা সবাই এখানে বাজার করতে এসেছেন।
 
বাজারে আসা এসব ব্যক্তিরা বাংলানিউজকে জানান, একজন ক্রেতার জন্য সব ধরনের সুবিধা এই বাজারে রয়েছে। খেত থেকে সদ্য তুলে আনা রকমারি সবজি এখানে পাওয়া যায়। আর তরতাজা সবজির স্বাদও আলাদা। এতোগুলো সুবিধা একসঙ্গে সব বাজারে পাওয়া যায় না।
 
তারা আরো জানান, চাহিদা অনুযায়ী তরতাজা সবজিগুলো পাইকারি দামে কেনা যায়। এ কারণে দামেও বেশ সাশ্রয় হয়। অথচ একই সবজি অন্য বাজারে গেলে খুচরা কিনতে হয়। তাও পাইকারি দামের চেয়ে দেড় থেকে দুইগুণ বেশি। তাই সবমিলে তরতাজা সবজি কেনার জন্য অনেক পথ মাড়িয়ে তাদের এই বাজারে আসা বলে তারা জানান।   
 
বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।