ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রবি করপোরেট অফিসে স্ট্যান্ডার্ড চার্টার্ডের এটিএম বুথ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
রবি করপোরেট অফিসে স্ট্যান্ডার্ড চার্টার্ডের এটিএম বুথ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটডের করপোরেট অফিসে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের (এসসিবি) এটিএম বুথ স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুপুন বীরাসিংহে ও এসসিবি বাংলাদেশের সিইও আবরার এ আনোয়ার সম্প্রতি বুথটির উদ্বোধন করেন।

রবির কর্মকর্তা ও আরসিও’তে আসা দর্শনার্থীরা যাতে সহজে ব্যাকিং সেবা গ্রহণ করতে পারেন সেজন্য রবির পিপল অ্যান্ড করপোরেট ডিভিশন ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এমপ্লই ব্যাংকিং ডিপার্টমেন্টের উদ্যোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে  বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রবির চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার ইয়াপ ওয়াই ইপ, ফিন্যান্সের ভাইস প্রেসিডেন্ট আলাউদ্দিন, কমপেনসেশন অ্যান্ড রিওয়ার্ডসের ভাইস প্রেসিডেন্ট মেলভিন এফ আলম এবং পেরোল অ্যান্ড বেনিফিটস অ্যাডমিসিস্ট্রেশনের জিএম দেওয়ান সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।

এছাড়া ছিলেন এসসিবি বাংলাদেশের হেড অব রিটেইল ব্যাংকিং আদিত্য মান্দলোই, রবির এমপ্লই ব্যাংকিংয়ের আরএম শারমিন বিল্লাহ, এয়ারলাইন্স অ্যান্ড পাবলিক সেবক্টরের হেড অব গ্লোবাল সাবসিডিয়ারিজ জাহিদ আমিন এবং রবি অ্যামপ্লয়ি ব্যাংকিংয়ের এসআরএম জুবায়দুল হক রীম।    

বাংলাদেশ সময়:২০১৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।