ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা

‘ফ্রেশ’ প্যাকেজে নিশ্চিত পুরস্কার

রহমত উল্যাহ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
‘ফ্রেশ’ প্যাকেজে নিশ্চিত পুরস্কার ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্যাকেজে সর্বোচ্চ ছাড়! প্যাকেজ কিনে ৯ডি মুভি দেখা! আর সঙ্গে থাকছে স্ক্র্যাচ কার্ড। কার্ড ঘষলে এলইডি টিভি, ট্যাবসহ থাকছে নিশ্চিত পুরস্কারের নিশ্চয়তা!
 
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় (ডিআইটিএফ) ক্রেতাদের ফ্রেশ প্যাকেজে এ সুবিধা দেওয়া হচ্ছে।

ফ্রেশ দেশের শীর্ষস্থানীয় কোম্পানি মেঘনা গ্রুপের ব্র্যান্ড পণ্য।
 
মেলা উপলক্ষে প্যাকেজ ছাড়াও ফ্রেশ ব্যান্ডের অন্যান্য পণ্যে বিশাল ছাড় দেওয়া হচ্ছে বলে বাংলানিউজকে জানান ফ্রেশ এর এক্সিকিউটিভ (ব্র্যান্ড) রেদওয়ান নুর উল্লাহ।
 
ছাড়, আকর্ষণীয় পুরস্কার আর মুভি দেখার সুযোগ নিতে মেলায় আসা ক্রেতারা ফ্রেশ এর প্যাভেলিয়নে ভিড় করছেন। অনেককে একাধিক প্যাকেজ নিতেও দেখা গেছে।
 
মেলায় ফ্রেশ ব্র্যান্ডের পণ্য নিয়ে তিনটি আকর্ষণীয় প্যাকেজ আনা হয়েছে। এর মধ্যে ৩শ’ টাকায় ৫টি, ৫শ’ টাকায় ১০টি ও ৭শ’ টাকায় ১২টি পণ্য রয়েছে।

তিনটি প্যাকেজ কিনলে যেকোনো একজন ১০ মিনিট দেখার সুযোগ পাচ্ছেন আর্থ কোয়াক, স্পেস ওয়ার, ফরেস্ট অ্যাডভেঞ্চার, আলিবাবা, কিং কং এর মতো ৯ডি প্রায় ১০টি ছবি। প্রতিটি প্যাকেজের সঙ্গে থাকছে একটি স্ক্র্যাচ কার্ড।

কার্ড ঘষে সর্বোচ্চ পুরস্কার থাকছে ৩১ ইঞ্চি এলইডি টিভি, ট্যাব, মাইক্রো ওভেন, রুম হিটার, ডিনার সেট, রাইস কুকারসহ আকর্ষণীয় পুরস্কার। এছাড়া যেকোনো পণ্যের সঙ্গে নিশ্চিত পুরস্কার হিসেবে থাকছে ফ্রেশ ব্যান্ডের যেকোনো পণ্য।
 
৩শ’ টাকার প্যাকেজে রয়েছে ১ কেজি ফ্রেশ আটা, ৪শ’ গ্রাম ফ্রেশ মিল্ক পাউডার, ৫শ’ গ্রাম সুজি, ৪শ’ গ্রাম ফ্রেশ চা ও ৫শ’ গ্রাম চিনি। প্যাকেজে ছাড় দেওয়া হচ্ছে ৪৭ টাকা।
 
৫শ’ টাকার রয়েছে প্যাকেজে ২৫০ গ্রাম ফ্রেশ মিল্ক পাউডার, ২শ’ গ্রাম প্রিমিয়াম চা পাতা (সঙ্গে চিনি ফ্রি), ১ কেজি চিনি, ১ কেজি আটা, ৪শ’ গ্রাম নাম্বার ওয়ান কনডেনস মিল্ক, ২৫০ গ্রাম ফ্রেশ সরিষার তেল, ৫শ’ গ্রাম সয়াবিন তেল, ৭৫০ গ্রাম সল্ট জারা, ১শ’ গ্রাম গুড়া হলুদ ও ১শ’ গ্রাম গুড়া মরিচ। ৫৭১ টাকার মধ্যে ৭১ টাকা ছাড় দেওয়া হচ্ছে এ প্যাকেজে।
 
৭শ’ টাকার প্যাকেজে রয়েছে ৫শ’ গ্রাম ফ্রেশ মিল্ক পাউডার (সাথে বাটি ফ্রি), ১শ’ গ্রাম প্রিমিয়াম চা পাতা, ৫শ’ গ্রাম চিনি, ৪শ’ গ্রাম নাম্বার ওয়ান কনডেনস মিল্ক, ১ কেজি ময়দা, ৫শ’ গ্রাম সুজি, ২৫০ গ্রাম সরিষার তেল, ১ লিটার সয়াবিন তেল, ১শ’ গ্রাম গুড়া মরিচ ও ১শ’ গ্রাম হলুদ ও ৫শ’ গ্রাম মসুর ডাল।
 
ফ্রেশ এর ব্র্যান্ড প্রমোটর নাজমুন নাহার বাংলানিউজকে জানান, ফ্রেশ প্যাকেজের পণ্যগুলো প্রয়োজনীয় বিধায় ক্রেতাদের বিশেষ করে নারীদের পছন্দের শীর্ষে রয়েছে।
 
তিনি জানান, সঙ্গে ৯ডি মুভি দেখার সুযোগ থাকায় অনেকে সপরিবারে আসছেন পণ্য কিনতে। পণ্য কেনার সঙ্গে নিশ্চিত পুরস্কার পাবেন জেনে অনেকে একের অধিক প্যাকেজও কিনছেন।
 
প্যাকেজ ছাড়াও ফ্রেশ ব্যান্ডের অন্যান্য পণ্যেও ব্যাপক ছাড় দেওয়া হচ্ছে। এর মধ্যে ফ্রেশ মিল্ক পাউডার, ফ্রেশ ইন্সাটা মিল্ক পাউডার, রিফাইন্ড চিনি, প্রিমিয়াম চা, আটা, ময়দা, সুজি, সুপার ফ্রেশ সয়াবিন তেল, সরিষার তেল, সুপার প্রিমিয়াম লবণ, ড্রিংকিং ওয়াটার, দেশি মসুর ডাল, গুঁড়া হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, নাম্বার ওয়ান কনডেন্স মিল্ক।

এছাড়া ফ্রেশ এর স্টলের সামনে প্রতি কাপ ১০ টাকায় বিক্রি হচ্ছে ফ্রেশ ইন্সটা ফুল ক্রিম মিল্ক পাউডার। ৩২টির বেশি পুষ্টি উপাদানে সমৃদ্ধ এ পাউডার।
 
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সেরা গরুর দুধ থেকে প্রস্তুত এ দুধ মাত্র ৩০ সেকেন্ডে এ দুধ ঠাণ্ডা বা গরম পানিতে প্রস্তুত হয়। এ দুধ খেতে সব বয়সের মানুষ ভিড় করছেন।
 
মেলা উপলক্ষে প্রতিটি পণ্যে ৫ টাকা থেকে সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে বলে বাংলানিউজকে জানান সেলস প্রমোটর সুমি।
 
তিনি জানান, মেলায় অন্যান্য পণ্যের চেয়ে আমাদের পণ্যে বেশি ছাড় দেওয়া হচ্ছে। পানি আর তেলের চাহিদা সবচেয়ে বেশি। ছাড়ের কারণে অনেকে একের অধিক পণ্যও নিচ্ছেন।
 
রেদওয়ান নুর উল্লাহ বাংলানিউজকে জানান, ফ্রেশ দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড। ছাড় আর আকর্ষণীয় পুরস্কারের কারণে প্রতিদিন ৩-৪শ’ প্যাকেজ বিক্রি হচ্ছে।
 
তিনি জানান, বড় পুরস্কার ছাড়াও নিশ্চিত পুরস্কার হিসেবে ফ্রেশ এর অন্যান্য পণ্য দেওয়া হচ্ছে। প্যাকেজ ছাড়াও ফ্রেশ এর অন্যান্য পণ্যেরও চাহিদা বেশি।
 
পুরস্কার সম্পর্কে তিনি বলেন, মঙ্গলবার (১৯ জানুয়ারি) ৭শ’ টাকার প্যাকেজ কিনে তারেক নামে এক ব্যক্তি ট্যাব পেয়েছেন। এছাড়া ডিনার সেট থেকে শুরু করে সব পুরস্কারই পাচ্ছেন ক্রেতারা।
 
মেলার শেষ পর্যন্ত এ ছাড়-পুরস্কার থাকবে।
 
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরইউ/এএসআর

** বৃষ্টিতে ভোগান্তি, কেনাকাটায় ভাটা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।