ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মুক্তিযোদ্ধার চিকিৎসায় ন্যাশনাল ব্যাংকের সহায়তা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
মুক্তিযোদ্ধার চিকিৎসায় ন্যাশনাল ব্যাংকের সহায়তা ছবি : সংগৃহীত

ঢাকা: দুরারোগ্য ব্যাধি ব্রেন ক্যান্সারে আক্রান্ত মুক্তিযোদ্ধা চৌধুরী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
 
চলতি বছরের ১৪ জানুয়ারি একটি দৈনিক পত্রিকায় ‘মুক্তিযোদ্ধা হাবিবকে বাঁচাতে এগিয়ে আসুন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার তাৎক্ষণিক সহায়তার হাত বাড়িয়ে দেন।


 
বুধবার (২০জানুয়ারি) ব্যাংকের প্রতিনিধিরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা চৌধুরী হাবিবুর রহমানের সঙ্গে দেখা করেন।
 
ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল মুক্তিযোদ্ধা চৌধুরী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য তার হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন।
 
পরিচালক বুলবুল ক্যান্সার হাসপাতালের পরিচালক প্রফেসর মো. মোয়াররফ হোসেনের সাথে দেখা করে অসুস্থ মুক্তিযোদ্ধার চিকিৎসার সব ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
 
এ সময় ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (সিএসআর বিভাগ) মো. মাহবুবুর রহমান ও জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল হামীদ সোহাগ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।