ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সার্ভার বন্ধ

সারাদেশে আমদানি-রফতানিতে স্থবিরতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
সারাদেশে আমদানি-রফতানিতে স্থবিরতা

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ন্ত্রণাধীন ‘এসাইকোড ওয়ার্ল্ড সিস্টেম’ সার্ভার বন্ধ থাকায় সারাদেশে আমদানি-রফতানিতে স্থবিরতা দেখা দিয়েছে। এতে করে কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।



সমস্যা নিরসনে কাস্টমের হাউজের কমিশনারের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারা এক জরুরি বৈঠক করেছেন বলে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়।

এর আগে বুধবার (২০ জানুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করেন ক্লিরিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের নেতারা।

কাস্টমস কর্তৃপক্ষের একটি সূত্রে জানায়, ‘এসাইকোড ওয়ার্ল্ড সিস্টেম’ সার্ভারটি গত ১৭ জানুয়ারি (রোববার) হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে আমদানি-রফতানি ও পণ্য খালাস কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

রোববার সার্ভার বন্ধ হয়ে গেলেও বৃহস্পতিবার (২১ জানুয়ারি) পর্যন্ত অবস্থার কোনো উন্নতি হয়নি।

সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খাইরুল আলম ভুঁইয়া মিঠু বাংলানিউজকে জানান, ১৭ জানুয়ারি থেকে ব্যবসায়ীদের কোনো পণ্য ডেলিভারি দিতে পারছি না। ফলে আমরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি, তেমন সরকারও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ সমস্যা নিয়ে বুধবার (২০ জানুয়ারি) বিকেলে ঢাকা কাস্টম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সিঅ্যান্ডএফ এজেন্টরা। বৈঠকে কমিশনার লুৎফর রহমান জনস্বার্থে একটি আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সব এয়ারলাইন্স নিয়মিত সময় বিকেল ৫টার পরেও রাত ১১টা পর্যন্ত পণ্য খালাস করতে পারবে। জমে থাকা পণ্য দ্রুত খালাস করতে কাস্টম, সোনালী ব্যাংক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও আমদানি-রফতানির সঙ্গে সম্পৃক্ত অন্যান্য স্টেক হোল্ডারদের কার্যক্রম রাত ১১টা পর্যন্ত চালু থাকবে।

বিমানবন্দর কার্গো কমপ্লেক্সের দায়িত্বে থাকা ঢাকা কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার মো. আল-আমিন বাংলানিউজকে জানান, জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ন্ত্রণাধীন সার্ভারটি একেবারে বন্ধ হয়নি, কিছুটা ‘স্লো’ হয়ে গেছে। একেবারেই যে পণ্য ডেলিভারি হচ্ছে না, তা নয়। তবে স্বাভাবিক দিনের তুলনায় তিন ভাগের এক ভাগ কাজ হচ্ছে।

ব্যবসায়ীদের স্বার্থে কাস্টমস কর্তৃপক্ষ একটি আদেশ জারি করেছে। যেন জমে থাকা পণ্য খালাস করতে ছুটির দিনেও আমদানি-রফতানি চালু রাখা হয়। রাজস্ব বোর্ডের টেকনিশিয়ান কাজ করছে, শিগগিরি সার্ভার ঠিক হয়ে যাবে, যোগ করেন আল-আমিন।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬/আপডেট: ১৫৩৪ ঘণ্টা.
এসজেএ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।