ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্যমেলা

পারটেক্স ফার্নিচারে নতুনত্ব, মিলছে ২০ শতাংশ পর্যন্ত ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
পারটেক্স ফার্নিচারে নতুনত্ব, মিলছে ২০ শতাংশ পর্যন্ত ছাড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাণিজ্যমেলা থেকে: ফার্নিচারে নতুনত্ব, তার ওপর মোট অঙ্কের মূল্য ছাড়। সব মিলিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ক্রেতাদের আকর্ষণ করছে পারটেক্স ফার্নিচারের প্যাভিলিয়ন।


 
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দর্শনার্থী ও ক্রেতাদের ভিড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করতে দেখা গেছে পারটেক্স ফার্নিচারের ৫৬ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নে। সকাল থেকে রাত পর্যন্ত এ প্যাভিলিয়নে কেউ ফার্নিচার সম্পর্কে তথ্য জানছেন, কেউবা কিনছেন।
 
দ্বিতল বিশিষ্টি এ প্যাভিলিয়নে নতুন নকশায় তৈরি বিভিন্ন ধরনের ফার্নিচারের প্রদর্শনী দেখে দর্শনার্থীরাও খুশি।
 
প্যাভিলিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা উপলক্ষে ক্রেতা ও দর্শনার্থীদের জন্য এই আয়োজন। প্যাভিলিয়নের ৮০ শতাংশ ফার্নিচারই নতুন। ক্রেতারা যাতে তাদের পছন্দের ফার্নিচারটি কিনতে পারেন, সেজন্য ২০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দেওয়া হয়েছে।

পারটেক্স ফার্নিচারের হেড অব মার্কেটিং তারেক আজিজ বাংলানিউজকে বলেন, আমাদের প্রতিটি পণ্য গুণগত ও মানসম্মত। উন্নত প্রযুক্তিতে তৈরি এসব পণ্য ক্রেতারা আস্থার সঙ্গে কিনতে পারেন। প্রতিটি পণ্য তৈরির আগে কাঠের সিজনিং করা হয়। ক্যামিকেল ট্রিটমেন্টের মাধ্যমে কাঠের আর্দ্রতা ঠিক রেখে তৈরি করা হয় ফার্নিচার। এর ফলে ঋতু পরিবর্তনের কারণে ফার্নিচারে কোনো প্রভাব পড়ে না।
 
ক্রেতাদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্য নিয়েই পারটেক্স ফার্নিচারের পথ চলা উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, সব শ্রেণির ক্রেতা যেন আমাদের পণ্য কিনতে পারেন, সেই বিষয়টি আমরা প্রথমে ভাবি। এ কারণে মেলায় সর্ব্বোচ্চ মূল্যছাড় দেওয়া হয়েছে। দিনদিন ক্রেতার সংখ্যাও বাড়ছে। মেলা চলাকালে পারটেক্সের সব ফার্নিচারে সারা দেশে এই মূল্যছাড় পাওয়া যাবে।
 
মেলা উপলক্ষে পারটেক্স ফার্নিচারের নতুন পণ্যের মধ্যে রয়েছে- হাই কোয়ালিটি বেডরুম ডেকরেশন, কিচেন কেবিনেট, সোফা সেট, ডাইনিং সেট, ডাইনিং রুম কেবিনেট।
 
পারটেক্স ফার্নিচারের ডেপুটি ম্যানেজার (রিটেইল সেলস) অশোক কুমার জানান, মেলার শুরু থেকেই ক্রেতাদের বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। অনেকেই নতুন এসব পণ্যের সঙ্গে পরিচিত হচ্ছেন, বুকিংও দিচ্ছেন।
 
মেলা উপলক্ষে ক্রেতা ও দর্শনার্থীদের জন্য পারটেক্স ফার্নিচারের পক্ষ থেকে লাকি কুপনের আয়োজন করা হয়েছে। প্রতি সপ্তাহের শুক্রবার এই লাকি কুপন ড্র অনুষ্ঠিত হয়। এতে যারা বিজয়ী হন, পারটেক্স ফার্নিচারের পক্ষ থেকে তাদের দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।

২০০০ সাল থেকে পারটেক্স ফার্নিচারের যাত্রা শুরু। ইতিমধ্যে ক্রেতাদের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

** টপটেনে নামকরা ব্র্যান্ডের কাপড়ের সমাহার
 
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
একে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।