ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৪০ লাখ বস্তিবাসী রয়েছে ঢাকায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
৪০ লাখ বস্তিবাসী রয়েছে ঢাকায় ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের নগর দরিদ্র ও বস্তিবাসীর সংখ্যা প্রায় ৪০ লাখ বলে জানিয়েছে চারটি বস্তিবাসী সংগঠন।

কল্যাণপুর বস্তি উচ্ছেদের প্রতিবাদে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।



বস্তিবাসী সুরক্ষা কমিটি, বাংলাদেশ বস্তিবাসী ইউনিয়ন, এনডিবাস ও এনবাস সংবাদ সম্মেলনের আয়োজন করে।

হাইকোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও বিনা নোটিশে বস্তি উচ্ছেদ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংগঠনগুলো জানায়, জানুয়ারিতে এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তিন মাসের জন্য বস্তি উচ্ছেদ না করার রায় প্রদান করেন। কিন্তু উচ্ছেদের জন্য ২১ জানুয়ারি কল্যাণপুর বস্তিতে আগুন দেওয়া হয়। ১২০০ পরিবারকে উচ্ছেদ করা হয়। বস্তিবাসীরা এখন মানবেতর জীবনযাপন করছেন। ঢাকায় নগর দরিদ্র ও বস্তিবাসীর সংখ্যা প্রায় ৪০ লাখ।

এসময় বস্তিবাসীর পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানে হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দু’টি হলো- কল্যাণপুরের উচ্ছেদকৃত বস্তিবাসীদের পুনর্বাসন, বহিরাগত সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
ইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।