ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মার্কস দুধে গিফট, বয়সভিত্তিক ফ্রি স্বাস্থ্যসেবা

রহমত উল্যাহ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
মার্কস দুধে গিফট, বয়সভিত্তিক ফ্রি স্বাস্থ্যসেবা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বাস্থ্য সুরক্ষায় দুধ অন্যতম উপাদান। কিন্তু সে দুধ যদি হয় বয়সভিত্তিক! দুধের সঙ্গে যদি থাকে নিশ্চিত গিফট আর চিকিৎসক ও নিউট্রিশিয়ানিস্টের ফ্রি স্বাস্থ্যসেবা!
 
সুষম ও আদর্শ খাদ্যের তালিকা।

বাচ্চাদের ফ্রিতে বায়োস্কোপ দেখা, টাইগার আর সান্তা ক্লজের সঙ্গে খেলার সুযোগ। আরও থাকে সান্তা ক্লজের ফ্রি চকলেট বিতরণ!
 
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ) ক্রেতা-দর্শনার্থীরা এসব সুযোগ পাচ্ছেন দেশিয় কোম্পানি আবুল খায়ের গ্রুপের মার্কস প্যাভিলিয়নে।
 
মানুষকে স্বাস্থ্য সচেতন করতে এসব করা হচ্ছে বলে বাংলানিউজকে জানিয়েছেন আবুল খায়ের কনজুমার গুডস ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একেএম শাহিদুল ইসলাম সোহাগ।
 
তিনি জানান, দুধের বাজারে মার্কস শীর্ষস্থানীয় ব্র্যান্ড। স্বাস্থ্য সচেতন মানুষের জন্য বয়সভিত্তিক চার ধরনের দুধ বাজারে এনেছে মার্কস।
 
৪ থেকে ১৬ বছর শিশুদের জীবনের ভিত গড়ার সময়। তাদের জন্য নিয়ে এসেছে ‘মার্কস অ্যাকটিভ স্কুল’। এটি পূর্ণাঙ্গ শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়তা করে।
 
১৬ থেকে অনুর্ধ্ব ৪০ বছর বয়সীদের শক্তি, উদ্যম ও কর্মচাঞ্চল্য ধরে রাখতে এনেছে ‘মার্কস ইয়ং স্টার’। ৪০ উর্ধ্বদের সুস্থ, সচল ও কর্মতৎপর রাখতে এনেছে ‘মার্কস গোল্ড’।
 
এছাড়া স্বাস্থ্য সচেতন মানুষের জন্য দুধের সব পুষ্টিগুণ ও ফ্যাটবিহীন ‘মার্কস ডায়েট’। ৪শ’ গ্রাম ওজনের সব দুধ ৩০ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে ২৯০ টাকায়। এসব দুধ সরাসরি আসে অষ্ট্রেলিয়া থেকে।
 
এর সঙ্গে দেওয়া হচ্ছে বয়সভিত্তিক একটি আদর্শ ওজন ও উচ্চতা চার্ট। এ চার্ট অনুযায়ী প্যাভিলিয়নে থাকা চিকিৎসক ও নিউট্রিশিয়ানিস্ট থেকে পাচ্ছেন ফ্রি স্বাস্থ্যসেবা।
 
এছাড়া পাচ্ছেন সুষম ও আদর্শ খাদ্যের একটি তালিকা। দুধ কিনলেই ক্রেতা পাচ্ছেন কুপনও। কুপনের মাধ্যমে সর্বোচ্চ এলইডি টিভি, ওয়াশিং মেশিনসহ থাকছে যেকোনো নিশ্চিত পুরুস্কার।
 
প্রতিদিন এলইডি টিভি, ওয়াশিং মেশিনসহ যেকোনো পুরস্কার দেওয়া হচ্ছে। এ পর্যন্ত প্রায় ২০টি এলইডি টিভি দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা আর পুরস্কারের জন্য ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান সোহাগ।
 
সোহাগ জানান, প্রথমবারের মতো মেলায় আগতদের ফ্রি বিএমআই (বডি, ম্যাস, ইনডেক্স), ব্ল্যাড প্রেসার, সুগার, হাড়ের ঘনত্ব পরিমাপ বিষয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
প্যাভিলিয়নে থাকা চিকিৎসক ও নিউট্রিশিয়ানিস্ট ক্রেতা-দর্শনার্থীকে পরীক্ষা করে একটি প্রেসক্রিপশান দিচ্ছেন। এতে চিকিৎসা বিষয়ক পরামর্শ থাকছে।
 
মেলায় মার্কসের প্যাভিলিয়নে আসা শিশুদের আনন্দ দিতে থাকছে ফ্রি বায়োস্কোপ দেখার সুযোগ। এছাড়া সারাক্ষণ শিশুদের আনন্দ দিচ্ছে সান্তা ক্লজ আর বাঘ।
 
সান্তা ক্লজ শিশুদের খুশি রাখতে দিচ্ছে আবুল খায়ের গ্রুপের কিডস ক্যান্ডি। বাচ্চাসহ সব বয়সী মানুষ বাঘ আর সান্তা ক্লজের সঙ্গে সেলফি তুলতে বেশ আগ্রহী।
 
সোহাগ আরো জানান, মেলায় দর্শনার্থীদের জন্য নগদ ছাড় আর আকর্ষণীয় নিশ্চিত গিফটে তিনটি প্যাকেজ রাখা হয়েছে।
 
এর মধ্যে মার্কসের ৪শ’ গ্রাম দুধ ও ২শ’ গ্রাম সিলন চা পাতার প্যাকেজ ৪৫ টাকা নগদ ছাড়ে বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। ৫শ’ গ্রাম দুধ ও ৪শ’ গ্রাম চা পাতার প্যাকেজ ৭৫ টাকা ছাড়ে ৩৫০ টাকা এবং এক কেজি টিন মার্কস দুধ, ৮ পিস চকলেট মিল্ক ও ৪শ’ গ্রাম চা পাতা ১২৭ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। সঙ্গে থাকছে সর্বোচ্চ ওয়াশিং মেশিনসহ নিশ্চিত পুরুস্কার।
 
এছাড়া মার্কসের সব দুধ ও সিলন চা পাতার ওপর ২০ টাকা থেকে ২শ’ টাকা ছাড় দেওয়া হচ্ছে। প্যাকেজে আকর্ষণীয় ছাড়ে এসব পণ্যেও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান সোহাগ।
 
মেলায় আসা তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা মেটাতে স্থাপন করা হয়েছে সিলন গোল্ড চায়ের ৬টি স্টল। এসব স্টলে প্রতি কাপ চা পাওয়া যাচ্ছে ১০ টাকায়।
 
সোহাগ বাংলানিউজকে জানান, মার্কস ১৯৯৮ সাল থেকে বাজারে। মেলায় বিক্রির পাশাপাশি স্বাস্থ্য সচেতনতায় এসব কাজে ক্রেতা-দর্শনার্থীরা বেশ আগ্রহ দেখাচ্ছেন।
 
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আরইউ/এএসআর

** গোল্ডেন হারভেস্টে ফ্রোজেন প্রোডাক্টে ডিসকাউন্ট, আইসক্রিম ফ্রি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।