ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিজিএমইএ’র টার্গেট, সহায়তা করবে এনবিআর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
বিজিএমইএ’র টার্গেট, সহায়তা করবে এনবিআর মো. নজিবুর রহমান

ঢাকা: তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ’র ৫০ বিলিয়নের পোশাক রফতানির লক্ষ্যমাত্রা পূরণে রাজস্ব বোর্ড (এনবিআর) সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
শনিবার (৩০ জানুয়ারি) রাজধানীতে একটি অনুষ্ঠানে চেয়ারম্যান এ আশ্বাস দেন।

২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫০ বছর পূর্ণ হবে। স্বাধীনতার এ পূর্তিতে বিজিএমইএ ২০২১ সালের মধ্যে দেশ থেকে ৫০ বিলিয়ন পোশাক রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
 
এনবিআর চেয়ারম্যান বলেন, এ লক্ষ্যমাত্রা (টার্গেট) অর্জনে এনবিআর কর ও বন্ডসহ সব ধরনের সুবিধা দিয়ে তাদের সহযোগিতা করবে। পাশে রবে।
 
তিনি বলেন, উন্নয়ন ও সেবার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে আমরা দেশে একটি রাজস্ব সংস্কৃতি চালু করতে চাই।
 
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
আরইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।