ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্য মেলায় ৫৬ অপরাধীর শাস্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
বাণিজ্য মেলায় ৫৬ অপরাধীর শাস্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ১৫ ফুট দৈর্ঘ্য ও প্রস্থের একটি অন্ধকার কক্ষ। সামনের দিক ছাড়া তিন পাশেই টিন।

ছাউনিও টিনের। সামনের দিকে হার্ডবোর্ড। স্টিলের দরোজায় ছিটকিনি দিয়ে তালা মারা। হাজতখানার মেঝেতে বালুর ওপর ইট বিছানো। এই ঘরে আলো-বাতাস প্রবেশের জন্য দরজায় রাখা হয়েছে পাঁচটি গোলাকৃতির ছিদ্র।

এটি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে চলমান ‘ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলা’র অস্থায়ী হাজতখানার চিত্র। এখানেই আটক রাখা হয় মেলায় বিশৃংখলা সৃষ্টিতে অভিযুক্তদের।

চলতি বছরের ১ জানুয়ারি মেলা শুরুর পর থেকে নানা রকম অপরাধে ৩০ জানুয়ারি শনিবার পর্যন্ত মোট ৫৬ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে ৩১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বাকি ২৫ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ।

শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সেখানে ঘুরে দেখা যায় হাজতখানায় বন্দি কয়েকজনকে। এদের মধ্যে রয়েছে চোর ও হকার।

মেলায় দায়িত্বরত শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বাংলানিউজকে জানান, মেলায় নানা রকম অভিযোগ ও বিশৃংখলা সৃষ্টির অভিযোগে এক মাসে ৫৬ জনকে আটক করা হয়। এরমধ্যে ৩১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে। অবশিষ্ট ২৫ জনকে নির্দিষ্ট সময় পর্যন্ত আটকে রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩০৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।