ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘লক্ষ্য ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষা’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
‘লক্ষ্য ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষা’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘শুধু ব্যবসায় মুনাফা অর্জন নয়- ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষার প্রতি লক্ষ্য রেখেই আমরা দেশে সুপার শপ ব্যবসায় নেমেছি। ’

শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে রি-টেইল বিজনেস কংগ্রেসে এ কথা উল্লেখ করেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা।



বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হলো, ‘ট্রান্সফরমিং টু সাসটেইনেবল’ বা ‘টেকসই খুচরা ব্যবসায় উত্তরণ’। অ্যাপেক্স ও ইয়েলের সহায়তায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এ সম্মেলনের আয়োজন করে।

রি-টেইল বিজনেস সম্পর্কে মূল আলোচনা করেন বেক্সিমকো লিমিটেডের গ্রুপ ডাইরেক্টর ও প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) সৈয়দ নাভিদ হুসেইন।

আলোচনায় অংশ নেন আগোরা সুপার মার্কেটসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), হাতিল কমপ্লেক্স লিমিটেডের বিপণন পরিচালক মশিউর রহমান, মীনাবাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা  (সিইও) শাহীন খান, অ্যাপেক্স ফুটওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর, এসিই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, রহিম আফরোজ গ্রুপের পরিচালক নিয়াজ রহিম, ইপিনিয়ন গ্রুপের বিজনেস ডেভেলপমেন্টের ডিজিএম রেজাউল কবির।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য কয়েকটি অধিবেশনের আয়োজন করা হয়। সেই সঙ্গে ছিল প্যানেল আলোচনা পর্ব। প্রবন্ধ উপস্থাপনের পর্ব এবং প্যানেল অধিবেশনে রি-টেইল বিজনেস বা খুচরা ব্যবসার বর্তমান প্রবণতা, চ্যালেঞ্জ ও প্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনাগুলো তুলে ধরা হয়।

এর পাশাপাশি কীভাবে সহযোগিতামূলক ও পরিবেশবান্ধব উপায়ে এ ক্ষেত্রে টেকসই প্রবৃদ্ধি অর্জন করা যায় সে বিষয়েও জোর দেওয়া হয়েছে।

অধিবেশনগুলো পরিচালনা করেন ফিউচার গ্রুপের বেঙ্গল ওয়ারিয়ার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও কাস্টমার স্ট্রাটেজির গ্রাহক কৌশলের সভাপতি সন্দ্বীপ ভারকাস, হাইপারসিটি রি-টেইল ইন্ডিয়া লিমিটেডের আইটি ও লজিস্টিকসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়াকিন গাজী এবং ল্যান্ড মুম্বাইয়ের ক্রিয়েটিভ ডাইরেক্টর কুরনাল রাওয়াল।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এসএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।