ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আয়কর আইনে আদায়কারীর আচরণবিধি সংযোজনের পরামর্শ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
আয়কর আইনে আদায়কারীর আচরণবিধি সংযোজনের পরামর্শ

ঢাকা: নতুন আয়কর আইনে কর আদায়কারী কর্মকর্তা-কর্মচারীদের আচরণবিধি সংযোজনের পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
 
কর প্রদানের ক্ষেত্রে করদাতাদের হয়রানি করার অভিযোগ দীর্ঘদিনের।

এ অভিযোগ থেকে মুক্ত হতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এ পরামর্শ দেন তিনি।
 
রোববার (৭ ফেব্রুয়ারি) এনবিআর’র সম্মেলন কক্ষে ‘করদাতা ও ব্যবসাবান্ধব আয়কর আইন প্রণয়ন’ বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।
 
নতুন আয়কর আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে। এ আইনের মূল লক্ষ্য করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিত ও আইন সহজ করা। এ আইন নিয়ে সভা চলছে।
 
এনবিআর আয়োজিত এই সভায় আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টিতে জনগণকে পার্টনার হিসেবে দেখতে চায়। সেক্ষেত্রে এ আইন হতে হবে করদাতা ও ব্যবসায়ীবান্ধব। আইনে আচরণবিধি কেমন হবে, তা স্পষ্টভাবে উল্লেখ থাকলে কর কর্মকর্তা ও করদাতাদের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। আইন হলে পরে বিধিতে বিস্তারিত উল্লেখ করা যাবে।
 
মানুষ কর দিতে আগ্রহী মন্তব্য করে আনিসুল হক বলেন, মানুষের আয় বেড়েছে। বেড়েছে করজাল ও পরিধি। নতুন আইনে কর আদায় পদ্ধতি সহজ ও সহনীয় করা হবে। একটি দেশে অর্থনৈতিক শৃঙ্খলা, সামাজিক সমতা ও সামাজিক দায়বদ্ধতা থাকাটা জরুরি। কর আইন সহজ ও সবার গ্রহণযোগ্য না হলে মানুষের সম্পৃক্ততা বাড়বে না।
 
১৯৮৪ সালে একটি অধ্যাদেশের মাধ্যমে আয়কর আদায় করা হচ্ছে। এ আইনকে যুগোপযোগী করতে হবে, এবং তা অবশ্যই বাংলায়। যাতে সব শ্রেণীর মানুষ এটি বুঝতে পারে।
 
তিনি আরো বলেন, নতুন আইনে করহার বৃদ্ধির একটা নীতিমালা করতে হবে। যখন-তখন ইচ্ছামতো কর না বাড়িয়ে, আইনানুযায়ী প্রতিবছর শ্রেণী-পেশা অনুযায়ী কতো হারে কর বাড়ানো হবে তার একটি দিক নির্দেশনা থাকবে নতুন আইনে।
 
সভায় সভাপতিত্ব করেন- এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সচিব মো. নজিবুর রহমান।
 
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
আরইউ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।