ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডেইরি, মৎস্য ও পোষা প্রাণী চিকিৎসার সম্পূর্ণ সমাধানে এসিআই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
ডেইরি, মৎস্য ও পোষা প্রাণী চিকিৎসার সম্পূর্ণ সমাধানে এসিআই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রথমে রোগ নির্ণয় এরপর চিকিৎসা, পরামর্শ ও ওষুধ সেবন। এভাবেই ডেইরি, প্রাণী ও মৎস্যের চিকিৎসায় সম্পূর্ণ সমাধান দিচ্ছে এসিআই অ্যানিমেল হেলথ ডিভিশন।

আধুনিক প্রযুক্তিসম্পন্ন যন্ত্রাংশ দিয়ে রোগ নির্ণয় ও এর প্রতিকারের ওষুধ, সবকিছুই সরবরাহ করছে এ ডিভিশন।
 
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষা প্রাণী মেলায় এসিআই অ্যানিমেল হেলথ ডিভিশনের প্যাভিলিয়ন ঘুরে পাওয়া গেলো এমন তথ্য।
 
প্যাভিলিয়নের কর্মীরা জানান, চিকিৎসক, প্রযুক্তি ও গুণগত সম্পন্ন ওষুধ সবকিছুই এসিআই’র রয়েছে। যার ফলে একেবারে ‍শুরু থেকে শেষ পযর্ন্ত সম্পূর্ণ সেবা তারা দিতে পারছেন খামারি ও চাষীদের।
 
মেলা প্রাঙ্গণের মূল দরজা পেরিয়ে সোজা হাঁটা দিলেই চোখে পড়বে এসিআই অ্যানিমেল হেলথের দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন। ছোট ছোট কক্ষে সাজানো হয়েছে প্যাভিলিয়নটি। ডেইরি, প্রাণী ও মৎস্যের জন্য আলাদা করে এসব কক্ষ।
 
প্যাভিলিয়নে প্রবেশ করলে পাওয়া যাবে গ্রামীণ আবহ। বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা খামারি, দর্শনার্থীদের পরামর্শ দিচ্ছেন। কাঠ দিয়ে তৈরি করা বিভিন্ন প্রাণী মুগ্ধ হয়ে দেখছেন শিশুসহ দর্শনার্থীরা।
 
এসিআই অ্যানিমেল হেলথ শাখার মার্কেটিং ম্যানেজার ডা. মো. আমজাদ হোসাইন বাংলানিউজকে বলেন, ডেইরি, প্রাণী ও মাছের গুণগত মান ঠিক রাখতে বর্তমানে অ্যান্টিবায়োটিককে দূরে রাখা হচ্ছে। আমরাও সেই নীতি অবলম্বন করে পণ্য তৈরি করে বাজারজাত করছি।
 
তিনি জানান, প্রাণী, ডেইরি ও মাছের স্বাস্থ্য ঠিক রাখার পাশাপাশি যেন গুণগত মানসম্মত উৎপাদন হয়, এ বিষয়টিই প্রাধান্য দিয়ে এসিআই অ্যানিমেল হেলথ শাখা ওষুধ তৈরি ও বাজারজাত করছে। রোগ নির্ণয়ে আধুনিক যন্ত্রাংশ সরবরাহ করছে এ প্রতিষ্ঠান।
 
এসিআই’র প্যাভিলিয়নে প্রতিষ্ঠানটির প্রোডাক্ট এক্সিকিউটিভ ডা. মনোয়ার হোসেন, প্রোডাক্ট ম্যানেজার ডা. নিজাম উদ্দিন রনিসহ অন্যান্য কর্মীরা জানান, নতুন কয়েকটি পণ্যের মধ্যে রয়েছে গর্ভাবস্থা নির্ণয়ে আল্ট্রাসনোগ্রাফি মেশিন, ফ্রাসিসজো (লিকুইড)।
 
তাদের রয়েছে, পুকুরের মাটি, পানি পরীক্ষার জন্য পিএইচ মিটার, ডিও মিটার, পানির অক্সিজেন দ্রবীভূত করতে ওয়ারেটর। অ্যান্টিবায়োটিক ফ্রি মাছ উৎপাদনে অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবে ফ্রাওসপিএল, ভিটা বায়োটিক এফএস’সহ বিভিন্ন ওষুধ সরবরাহ করছে এসিআই। এছাড়া প্রোবায়োটিকের মধ্য রয়েছে এরিকত পন্টস।
 
প্যাভিলিয়নের পক্ষ থেকে জানানো হয়, এসিআই খামারিদের সমৃদ্ধ করতেও কাজ করে যাচ্ছে। সারাদেশে এ প্রতিষ্ঠানের ৬০ জনের বেশি সংশ্লিষ্ট বিষয়ে চিকিৎসক, পরামর্শক ও বিশেষজ্ঞরা খামারিদের বিভিন্ন সেবা দিয়ে থাকেন।

এছাড়া কোনো খামারি ইচ্ছে করলে তাদের কাছ থেকে ডেইরি, পশু ও মৎস্য পালনে নানা সেবা নিতে পারেন।

প্রতিষ্ঠানটি মৎস্য, ডেইরি ও প্রাণীর রোগ প্রতিরোধে বিভিন্ন উন্নতমানের ভ্যাকসিন বাজারজাত করছে।

তৃতীয়বারের মতো তিন দিনব্যাপী অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) আয়োজন করেছে এ মেলা ও সেমিনারের।
 
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
একে/জেডএস

** প্রাণী সম্পদকে সমৃদ্ধ করছে অ্যাডভান্সড এনিমেল সায়েন্স

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।