ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় পূবালী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
খুলনায় পূবালী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা: পূবালী ব্যাংকের খুলনা অঞ্চলের প্রথম শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে নগরীর হোটেল সিটি ইন লিমিটেডের সম্মেলন কক্ষে খুলনা অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক নরেশ চন্দ্র বসাকের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আব্দুল হালিম চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

খুলনা অঞ্চলের ২৯টি শাখার ব্যবস্থাপক এবং উপ-ব্যবস্থাপকরা সম্মেলনে অংশ নেন।

আব্দুল হালিম চৌধুরী কর্মকর্তাদের ব্যাংকের আমানত, ঋণ ও মুনাফা বাড়ানোর তাগিদ দেন।

তিনি বলেন, মুনাফা বাড়াতে গ্রাহক সেবার কোনো বিকল্প নেই। ব্যাংকের সর্বোচ্চ সেবা নিশ্চিত করে আমানতদার ও ঋণ গ্রহীতা উভয়ের বিশ্বাস অর্জন করতে হবে।

এসময় খুলনা অঞ্চলের গত অর্থ বছরের সার্বিক অর্জন, সফলতা, ব্যর্থতা ও আগামী বছরের লক্ষ্যমাত্রা অর্জন প্রসঙ্গে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
ওএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।