ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নজিবুর রহমান চোরাচালানবিরোধী টাস্কফোর্সের প্রধান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
নজিবুর রহমান চোরাচালানবিরোধী টাস্কফোর্সের প্রধান মো. নজিবুর রহমান

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. নজিবুর রহমানকে প্রধান করে চোরাচালানবিরোধী টাস্কফোর্স পুনর্গঠন করা হয়েছে।
 
টাস্কফোর্সের সদস্য সচিব করা হয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মো. মইনুল খানকে।



সোমবার (২২ ফেব্রয়ারি) ড. মঈনুল খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
১৯ সদস্যবিশিষ্ট কমিটিতে বিভিন্ন আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
 
টাস্কফোর্সের সদস্যরা হলেন- এনবিআর সদস্য (শুল্ক); সব বিভাগীয় কমিশনার; র‌্যাবের মহাপরিচালক; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক; সব কাস্টমস হাউজ কমিশনার; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি; আইজিপি, বিজিবি, আনসার ও গ্রাম রক্ষা বাহিনী, এনএসআই, বাংলাদেশ কোস্টগার্ড, ডিজিএফআই প্রতিনিধি; রেলওয়ে পুলিশ; বেসামরিক বিমান, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও এফবিসিসিআই’র প্রতিনিধি।
 
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরইউ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।