ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনসিসি ব্যাংকের থ্রিডি সিকিউর সল্যুশন সেবা দেবে এসএসএল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এনসিসি ব্যাংকের থ্রিডি সিকিউর সল্যুশন সেবা দেবে এসএসএল

ঢাকা: বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক ব্যাংক এনসিসি ব্যাংক লিমিটেড তাদের গ্রাহকদেরকে এসএসএল ওয়্যারলেসের সহায়তায় থ্রিডি সিকিউর সলিউশন সেবা চালু করেছে।

সম্প্রতি চালু হওয়া এ সেবার ফলে এখন থেকে এনসিসি ব্যাংকের কার্ড গ্রহীতারা তাদের অনুপস্থিতিতে বা ই-কমার্স লেনদেনের ক্ষেত্রে এসএমএস আকারে একটি সংখ্যাভিত্তিক পাসওয়ার্ড পাবেন এবং সে সংখ্যা যথাযথ স্থানে সাবমিট করলেই কেবলমাত্র ঐ লেনদেন সম্পন্ন হবে।



এর ফলে অনলাইনে কার্ডের তথ্য চুরি করে প্রতারনার হার বহুলাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

নতুন এ সেবা চালুর ফলে শুধু কার্ড গ্রহীতাই নন, ই-কমার্স ব্যবসায়ীরাও উপকৃত হবেন। কারণ এর ফলে কোনো সন্দেহ ছাড়াই তারা তাদের ক্রেতাদের নিশ্চিন্তে সেবা ও পণ্য প্রদান করতে পারবেন। তাছাড়া ব্যাংক তার গ্রহীতার অনুমতি সাপেক্ষে খুব সহজেই লেনদেনের যথার্থতা যাচাই বাছাই পূর্বক অনুমতি প্রদান করতে পারবে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এনসিসি ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও গোলাম হাফিজ আহমেদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ উদ্দিন আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু জাফর মো. সালেহ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফজলুর রহমান এবং এসএসএল ওয়্যারলেসের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম, জেনারেল ম্যানেজার আশীষ চক্রবর্তীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।