ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জিপি ও ফুডপান্ডার আয়োজনে অনলাইন ফুড ফেস্টিভেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
জিপি ও ফুডপান্ডার আয়োজনে অনলাইন ফুড ফেস্টিভেল

ঢাকা: শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের সঙ্গে মিলে দেশের সবচেয়ে বড় অনলাইন ফুড ফেস্টিভেলের আয়োজন করছে অনলাইনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডা।

‘গ্রামীণফোন-ফুডপান্ডা অনলাইন ফুড ফেস্টিভেল’ ঢাকা ও চট্টগ্রামে একযোগে ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।



মোবাইলে ফুডপান্ডা অ্যাপ্লিকেশন ব্যবহার করে যে কেউ খাবার অর্ডার করলে একটি কিনলে একটি ফ্রি অফার উপভোগ করতে পারবেন। এছাড়া ভোজনরসিকদের জন্য অর্ডার করা খাবারের মূল্যের ওপর সর্বোচ্চ শতকরা ৫০ ভাগ ছাড়ের আয়োজন রাখা হয়েছে।

নাগা, ওয়াও বার্গার, চাপ সামলাও, বিটার সুইট ক্যাফে, স্টেক হাউজ, ফাজিতাস, গ্লেজ্ড, প্যাদা টিং টিং, খানাস, প্ল্যাটার, শর্মা হাউজ, টাইম আউট, ইতালিয়ান পিৎজা হাট, ফুজিয়ান রেস্টুরেন্ট, মিট লাভার্স, কোপাকাবানা, স্মোক মিউজিক ক্যাফে, সুমি’স হট কেক, জাপানিজ রেস্টুরেন্ট ইচি, ডমিনস পিৎজা, কয়লা, গ্লাসহাউজ, নোম্যাড্স, আমেরিকান বার্গার, আল ফ্রেসকো, সোই থ্রি, ফু ওয়াং শর্মা, কমিক ক্যাফে, বাবুর্চি রেস্টুরেন্ট, বিএনবি, পিৎজা ইন্ড, ফুড ড্রিংক্স রেস্টুরেন্ট, দ্যা গ্যালারি, চাবি রোল্স, ওকঅ্যান্ডরোল, দা সিগনেচার, জাইতুন, হাটখোলা, বুম টাউন, সুপার ইয়াম, ঢাবা, অ্যারাবিয়ান ব্রোস্ট চিকেন, বার্গার বাইট্স, লেমনগ্রাস, গার্লিক ক্যাফে, হট চিকেন, সারাবেলাসহ ঢাকা ও চট্টগ্রামের অসংখ্য খাবারের আউটলেট ‘গ্রামীণফোন-ফুডপান্ডা অনলাইন ফুড ফেস্টিভাল’র তালিকায় রাখা হয়েছে।

এছাড়া GPFPOFF10 ভাউচার কোড ব্যবহার করে সব গ্রামীণফোন গ্রাহক অর্ডার করা খাবারের মূল্যের ওপর বাড়তি ১০ শতাংশ ছাড় পাবেন। তবে অবশ্যই ফুডপান্ডা প্ল্যাটফর্ম (মোবাইল অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইট) ব্যবহার করে অর্ডার করতে হবে।

ফুডপান্ডার ফেইসবুক পেইজ এবং ইনস্টাগ্রাম থেকে ‘গ্রামীণফোন-ফুডপান্ডা অনলাইন ফুড ফেস্টিভেল’এ অংশগ্রহণকারী খাবারের আউটলেট সম্পর্কিত তথ্য ছাড়াও ফেস্টিভেলের অন্যান্য অফারের খোঁজ পাওয়া যাবে।

বাংলাদেশ সময় : ২২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এমআইএইচ/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।