ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিএনজি মিটারিং সিস্টেম পরীক্ষা করবে বিএসটিআই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
সিএনজি মিটারিং সিস্টেম পরীক্ষা করবে বিএসটিআই

ঢাকা: তিনমাসের মধ্যে দেশের ৪টি বিভাগীয় শহরে সিএনজি চালিত অটোরিকশা মিটারিং সিস্টেম পরীক্ষার কাজ শুরু করবে মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআই।

এ লক্ষ্যে ৭ কোটি ৪০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এর আওতায় শিগগিরই ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে প্রতিষ্ঠিত বিএসটিআই কার্যালয়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ হবে।

চলতি ২০১৫-২০১৬ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (০১ মার্চ) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, দক্ষতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের ওপর মন্ত্রণালয়ের ভাবমূর্তি নির্ভর করে। নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সংস্থা প্রধান ও প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ‍

সভায় শিল্প মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন সংস্থার মাধ্যমে বাস্তবায়নাধীন গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা হয়।

একই সঙ্গে সাভারে নির্মাণাধীন চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া যেসব ট্যানারি মালিক এখনও বরাদ্দ পাওয়া প্লটে নির্মাণ কাজ শুরু করেননি, তাদের প্লট বাতিলের জন্য পরবর্তীতে বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
ইউএম/এমএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।