ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলালিংকের এক কোটির বেশি বায়োমেট্রিক ভেরিফিকেশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
বাংলালিংকের এক কোটির বেশি বায়োমেট্রিক ভেরিফিকেশন

ঢাকা: দ্বিতীয় শীর্ষ মোবাইল অপারেটর বাংলালিংকে এ পর্যন্ত এক কোটির বেশি গ্রাহকের বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ভেরিফিকেশন সম্পন্ন করেছে।

গত ১৬ ডিসেম্বর থেকে সারাদেশে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন ও ভেরিফিকেশন বা তথ্য যাচাই শুরু হয়।



বুধবার (০২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংক জানায়, বায়োমেট্রিক ভেরিফিকেশন বাংলালিংকের মোট গ্রাহকের সংখ্যার প্রায় ৩৫ শতাংশ।

বাংলাদেশের মোবাইল শিল্পের জন্য এটি একটি বড় পদক্ষেপ উল্লেখ করে এতে বলা হয়, বায়োমেট্রিক ভেরিফিকেশন পদ্ধতি দেশের মোবাইল ব্যবহারকারীদের নির্ভরযোগ্য নিবন্ধন, যথাযথ জবাবদিহিতা এবং নিরাপত্তা বাড়াবে।
 
বাংলালিংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও এরিক অস্ বলেন, এটা সত্যি যে, প্রক্রিয়াটি সম্পূর্ণ নতুন। তবে আমরা এটিকে আমাদের নতুন গ্রাহক বৃদ্ধি এবং পুরান গ্রাহকদের ধরে রাখার সুযোগ হিসেবে বিবেচনা করছি। আমরা সেই সব গ্রাহকদের ধন্যবাদ জানাই যারা স্বেচ্ছায় প্রথম ধাপেই বায়োমেট্রিক ভেরিফিকেশন করেছেন।

‘বাংলালিংক ইতিমধ্যে বিপুল সংখ্যক কর্মী এবং সিম বিক্রেতাদের বায়োমেট্রিক ভেরিফিকেশন প্রশিক্ষণ দিয়েছে। বাংলালিংকের হাজার হাজার প্রশিক্ষিত কর্মী এবং বিক্রেতারা বায়োমেট্রিক ভেরিফিকেশনের কাজ করে যাচ্ছেন। দ্রুত ভেরিফিকেশন শেষ করতে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মাধ্যমে অনেকগুলো ডিভাইসকে কাজে লাগানো হয়েছে। ’

নেদারল্যান্ডসভিত্তিক ভিমপেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান বাংলালিংকের গ্রাহক তিন কোটি ২০ লাখের বেশি।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।