ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কর অব্যাহতি তুলে নেওয়ায় চাপে পোল্ট্রি খাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
কর অব্যাহতি তুলে নেওয়ায় চাপে পোল্ট্রি খাত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলতি অর্থবছরে পোল্ট্রি খাত থেকে কর অব্যাহতি সুবিধা তুলে নেওয়ায় বেকাদায় পড়েছেন এ খাতের খামারি ও উদ্যোক্তারা। প্রধানমন্ত্রী ঘোষিত ‘সবার জন্য পুষ্টি নিশ্চিত করা’ অঙ্গীকার বাস্তবায়নে এ খাতে কর অব্যাহতি সুবিধা বহাল রাখার দাবি জানানো হয়েছে।



শনিবার (৫ মার্চ) কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ অডিটোরিয়ামে পোল্ট্রি খামারি সমাবেশে এ দাবি জানানো হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহযোগিতায় বাংলাদেশ পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটি (বিপিআইসিসি) এ সমাবেশের আয়োজন করে।

বিপিআইসিসি জনসংযোগ কর্মকর্তা মো. স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর প্রধানমন্ত্রী সবার জন্য পুষ্টি নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
 
ঘরে ঘরে স্বাস্থ্যবান মা, শিশু ও মেধাবী জাতি গঠনে ডিম, দুধ, মাছ ও মাংস সবার জন্য সহজলভ্য করার আহ্বান জানান তিনি।

বিপিআইসিসির আহ্বায়ক মসিউর রহমান বলেন, কর অব্যহতি সুবিধা তুলে নেওয়ার কারণে চলতি অর্থবছর থেকে পোল্ট্রি খামারি ও উদ্যোক্তারা চাপের মুখে পড়েছেন।

তিনি বলেন, পোল্ট্রি, পোল্ট্রি ফিডের আয়ে কর হার বৃদ্ধি, হ্যাচারির আয়ের ওপর করারোপ ও কাঁচামালে কর হার বৃদ্ধি করায় ডিম ও মাংসের দাম বেড়ে গেছে। এ চাপ সরাসরি গিয়ে খামারিদের ওপর পড়েছে। মুরগির বাচ্চার দাম সহনীয় রাখতে বিপিআইসিসি আলোচনা চালিয়ে যাচ্ছে। আশা করা যায়, শিগগিরই দাম কমে আসবে।

তিনি এ খাতের ক্ষুদ্র খামারিদের কথা চিন্তা করে কর অব্যাহতি সুবিধা বহাল, ব্যাংক ঋণ সুদহার কমানো ও ভর্তুকি দেওয়ার আহ্বান জানান।

পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, পোল্ট্রি খামারিরা অনেক ক্ষেত্রেই চাঁদাবাজির শিকার হচ্ছেন। পুলিশ প্রশাসন সজাগ রয়েছে।  

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেন, সারাবিশ্বে ‘রেড মিট’ এর পরিবর্তে ‘সাদা মাংস’ বা মুরগির মাংসের জনপ্রিয়তা বাড়ছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নের জন্য বর্তমান সরকার অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করছে।

তিনি বলেন, খামারিদের সেবা দেয়ার জন্য আমরা কাজ করছি। আশাকরি আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সবার জন্য পুষ্টি নিশ্চিত করার লক্ষ্য অর্জনে আমরা সামর্থ্য হবো।
 
সমাবেশ উপলক্ষে সকালে বর্ণাঢ্য পোল্ট্রি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লার ১৬ উপজেলা এবং ঢাকা থেকে আগত প্রায় ৫শ খামারি ও উদ্যোক্তা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
আরইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।