ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিজিটাল পদ্ধতিতে ‘রেভিনিউ মনিটরিং’

রহমত উল্যাহ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
ডিজিটাল পদ্ধতিতে ‘রেভিনিউ মনিটরিং’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে এনবিআর। স্বচ্ছ, জবাবদিহি ও নতুন এনবিআর গঠনে সর্বশেষ সংযোজিত হয়েছে ডিজিটাল পদ্ধতিতে ‘রেভিনিউ মনিটরিং’।


 
এর মাধ্যমে রাষ্ট্রীয় রাজস্ব আহরণ ও সেবাদানকারি প্রতিষ্ঠানটি অটোমেশনের একটি মাইলফলক স্পর্শ করেছে বলে মনে করছেন রাজস্ব সংশ্লিষ্টরা।
 
এখন থেকে প্রতিষ্ঠানটির মাঠ পর্যায়ের যে কোন অফিসের মাসিক রাজস্ব আদায় ও পরিস্থিতিসহ রাজস্ব সংক্রান্ত সব কার্যক্রম মনিটরিং করা সহজ হবে।
 
সম্প্রতি চট্টগ্রাম ও সিলেটের মূসক ও আয়কর অফিসের কর্মকর্তাদের সঙ্গে ‘ভিডিও কনফারেন্সের’ মাধ্যমে এ মনিটরিং কার্যক্রম শুরু করেছে এনবিআর।
 
পর্যায়ক্রমে সব মাঠ অফিসকে এ মনিটরিং এর আওতায় আনা হবে। জাতীয় রাজস্ব বোর্ড’র (এনবিআর) একটি সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
 
এনবিআর সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে উপস্থিত থাকা একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, সিলেট বিভাগের ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তাদের সমন্বিত জরিপ কার্যক্রম ও রাজস্ব পরিস্থিতি উঠে আসে।
 
প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতির ছোঁয়ায় এ রেভিনিউ মনিটরিং খুবই উপভোগ্য ও ফলপ্রসু হয়েছে। রেভিনিউ ও জরিপ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।
 
তাৎক্ষণিক সমস্যা চিহ্নিত করে খুব সহজে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় অগ্রগতি জানাতে সময় বেঁধে দেওয়া হয়েছে।
 
রাজস্ব গতি বাড়াতে এ ধরনের যোগাযোগ খুবই প্রভাব ফেলবে। এ মনিটরিংয়ের পর দুই অফিসে কর্মকর্তাদের মধ্যে আগের চেয়ে কাজের গতি ও কর্মচাঞ্চল্য বেড়েছে।
 
সূত্র জানায়, রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা বৃদ্ধির সঙ্গে বেড়েছে দৈনিক বিভিন্ন কার্যক্রম। রাজস্ব আদায়ে এনবিআর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করেছে।
 
চুক্তির মাধ্যমে এনবিআর আগের সনাতনী পদ্ধতি থেকে বের হয়ে এসেছে। সে অনুযায়ী মাঠ অফিসগুলোর মাসিক রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে।
 
একই সঙ্গে মাসিক রাজস্ব আদায় পরিস্থিতি, জরিপের মাধ্যমে নতুন রাজস্বের ক্ষেত্র অনুসন্ধান, কাজের গতি ও কর্মকর্তাদের দক্ষতা মনিটরিং করছে।
 
সূত্র আরো জানায়, আগে রাজস্ব পরিস্থিতির বিষয়ে এনবিআরকে জানাতে সময় লাগতো। সময়ক্ষেপণে সিদ্ধান্ত নিতেও এনবিআরকে দ্বিধাদ্বন্দ্বে থাকতে হত।
 
সময় বাঁচাতে ও মাঠ অফিসের সঙ্গে এনবিআরের দ্রুত যোগাযোগের মাধ্যম হিসেবে ডিজিটাল এ পদ্ধতি চালু করেছে এনবিআর।
 
সূত্র জানায়, ‘আয়কর বিষয়ে জনগণকে উদ্বুদ্ধকরণে’ ২০১৫ সালের ১৯ সেপ্টেম্বর আয়কর মেলায় প্রথমবারের মতো ‘সোস্যাল মিডিয়া সংলাপ’ আয়োজন করে এনবিআর।
 
এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
 
এ সংস্থাকে ডিজিটালাইজড করতে সহযোগিতার প্রতিশ্রুতি দেন পলক। পরে এনবিআর চেয়ারম্যানের অনুরোধে ভিডিও কনফারেন্স এর এক সেট সামগ্রী দেওয়া হয়েছে।
 
ডিজিটাল রেভিনিউ মনিটরিং রাজস্ব সংস্কৃতি বিকাশের পথে নতুন সংযোজন বলে বাংলানিউজকে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
তিনি বলেন, আমার অনুরোধে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভিডিও কনফারেন্স’র জন্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দিয়েছেন।
 
ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে রেভিনিউ মনিটরিং এবং রেভিনিউ ব্যবস্থাপনাকে আরো গতি দেওয়া সম্ভব হবে। রাজস্ব গতি, স্বচ্ছ, জবাবদিহিতা বাড়বে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
আরইউ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।