ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউএন উইমেনে স্বাক্ষরকারীদের তালিকায় বিক্রয় ডট কম

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
ইউএন উইমেনে স্বাক্ষরকারীদের তালিকায় বিক্রয় ডট কম ছবি : সংগৃহীত

ঢাকা: জাতিসংঘের নারীর ক্ষমতায়ন নীতিমালায় (ডব্লিউইপি) স্বাক্ষরকারী আন্তর্জাতিক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয়ডটকম।

অনলাইন কোম্পানিগুলোর ‘হি ফর সি’ আন্দোলনকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে লিঙ্গ সমতার জন্য জাতিসংঘ ‘নারী-প্রবর্তিত সংহতি’ প্রচারণা অভিযান শুরু করে।



ইউএন উইমেন এবং ইউএন গ্লোবাল কমপ্যাক্ট-এর সহযোগিতায় ২০১০ সালের মার্চ থেকে ‘নারীর ক্ষমতায়ন নীতিমালা’ কাজ শুরু করে, যাতে করে বিভিন্ন পরিপ্রেক্ষিতে উদীয়মান বেসরকারি খাত, সুশীল সমাজ এবং সরকার এ নীতিমালা মেনে চলতে পারে।

এ নীতিমালা বিভিন্ন কর্মস্থল, মার্কেটপ্লেস এবং কমিউনিটিতে ব্যবসায়িক নির্দেশিকা হিসেবে প্রস্তাব করা হয়েছে।

অন্যান্য আন্তর্জাতিক সংগঠন বিশেষ করে- আইএফসি, বিএনপি পরিবাস, সিমেনটিক এবং ভ্যারিতাসের মতোই বিক্রয়ডটকমও  জাতিসংঘের নারীর ক্ষমতায়নের নীতিমালা ক্যাম্পেইনে যুক্ত হলো।

এই ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত হওয়ার পর নারী কর্মীর সংখ্যা ২৬ শতাংশ থেকে ৩৩ শতাংশ বাড়িয়ে পুরুষ-নারী কর্মীর অনুপাত ৬০‍ঃ৪০ নিশ্চিত করেছে বিক্রয়ডটকম।

এছাড়া নারী কর্মীদের জন্য পরিবহন সুবিধা এবং জেন্ডার সংবেদনশীলতার প্রশিক্ষণও ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিক্রয়ডটকম-এর মানবসম্পদ ব্যবস্থাপক (এইচআর) রেহেনুমা ইসলাম বলেন, ‘লিঙ্গ সমতার জন্য আন্তর্জাতিকভাবে যে আন্দোলন চলছে তাতে অংশ নেওয়ার কারণে ইউএন উইমেন একটি কোম্পানির সার্বিক বিষয়ের মূল্যায়নের সুযোগ পেয়েছে।

‘সেই সঙ্গে গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর অংশগ্রহণও নিশ্চিত করেছে। এতে নারীরা আগের চেয়ে কাজের প্রতি বেশি করে অনুপ্রাণিত হচ্ছে। আমি আশা করি বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানও আমাদের এ উদ্যোগ থেকে অনুপ্রাণিত হবে। ’

ইউএন উইমেন-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ক্রিস্টিন হান্টার বলেন, ‘আমরা বিক্রয়ডটকম-কে নারীর ক্ষমতায়ন নীতিমালায় স্বাক্ষরকারীদের তালিকায় পেয়ে আনন্দিত। আমরা বিশ্বাস করি ইউএন উইমেনের নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নশীল বিশ্বে একটি শক্তিশালী ভবিষ্যত গড়া সম্ভব। ’

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।