ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা সিটিতে চলছে আবাসন মেলা

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
বসুন্ধরা সিটিতে চলছে আবাসন মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে ‘রিয়েল স্টেট ফেস্ট ২০১৬’ শীর্ষক চার দিনব্যাপী আবাসন মেলা বুধবার (০৯ মার্চ) শুরু হয়েছে।

থার্ড আই সল্যুইশনের উদ্যোগে আয়োজিত মেলায় দেশের  প্রতিষ্ঠিত বেশ কিছু আবাসন প্রতিষ্ঠান, ভবন নির্মাতা, ইন্টোরিওর ফার্ম এবং আবাসনে সহযোগী প্রতিষ্ঠান অংশ নিয়েছে।



এরমধ্যে ইস্ট ওয়েস্ট প্রোপার্টিজ, অলিম্পিয়া হোল্ডিংস লিমিটেড, নিউ ভিশন গ্রুপ, রিচমন্ড ডেভেলপার লিমিটেড, কোরাল রিফ প্রোপার্টিজ লিমিটেড, প্রাইম এসেট গ্রুপ, ইস্টার্ন সিমেন্ট ইন্ড্রাস্টিজ লিমিটেড, কমফোর্ট হাউজিং লিমিটেড, প‍ূর্বাচল ইস্টউড সিটি, রিসোর্স ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড এবং এ ওয়ান ট্রেডিং উল্লেখযোগ্য।

মেলায় এসব প্রতিষ্ঠানের প্রদর্শনী চলছে। প্রথম দিনে দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষ্যণীয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে মেলা কর্তৃপক্ষ জানায়, মেলা চলাকালীন ফ্ল্যাট বুকিং দিলেই ইস্ট ওয়েস্ট গ্রুপ দিচ্ছে এলইডি টিভি আর নিউ ভিশন গ্রুপ দিচ্ছে মালেশিয়া সিঙ্গাপুর ট্রিপ।

মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীরাও বেশ আগ্রহী হয়ে নানা অফার ও ফ্ল্যাটের বিষয়ে নানা বিষয় জেনে নিচ্ছেন। বিভিন্ন স্টলের পক্ষ থেকেও তাদের এসব বিষয়াদি বুঝিয়ে দেওয়া হচ্ছে।

বুধবার শুরু হওয়া এ আবাসন মেলা চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।