গাজীপুর: গাজীপুর কালিয়াকৈরে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ডাকাতি হওয়া ১ কোটি ৮৩ লাখ ২১ হাজার ৫শ’ টাকা ৮ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (০২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় ডাচবাংলা ব্যাংকের ফাস্টট্রেক এটিএম বুথে টাকা রাখতে আসেন মানিপ্ল্যান্ট নামের একটি প্রতিষ্ঠান।
দুইজন গানম্যান, নিরাপত্তাকর্মীসহ ব্যাংকের ৭জন কর্মকর্তার উপস্থিতে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (০৩ মার্চ) বিকেলে মানিপ্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেড প্রধান কর্মকর্তা লে. কর্ণেল (অব.) সৈয়দ আফজালুল আবেদীন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ওই দিনগত রাত ৩টার দিকে কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকা থেকে মিন্টু মিয়া এবং গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকা থেকে নাইমুল ইসলামকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় পুলিশ।
তবে ঘটনার ৮ দিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত লুট হওয়া টাকা উদ্ধার এবং বাকি ডাকাতদের গ্রেফতার করতে পারেনি।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া জানান, এটিএম বুথে ডাকাতির ঘটনায় ০৩ মার্চ বৃহস্পতিবার বিকেলে একটি মামলা দায়ের করা হয়। পরে ওই রাতে মিন্টু মিয়া ও নাইমুল ইসলাম নামে দুইজকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে লুট হওয়া টাকা এখনো উদ্ধার করা যায়নি।
টাকা উদ্ধার এবং অন্যান্য ডাকাত সদস্যদের গ্রেফতার চেষ্টা চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
বিএস