ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংককে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংককে জরিমানা

ঢাকা: গাড়ি পার্কিংয়ের জায়গায় বাণিজ্যিক প্রতিষ্ঠান, অনুমোদনহীন স্থাপনা করায় মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকসহ বেশ কিছু ব্যক্তি-প্রতিষ্ঠানকে  ১২ লাখ টাকা জরিমানা করেছেন রাজউকের ভ্রাম্যমাণ আদালত।
 
বৃহস্পতিবার (১০ মার্চ) রাজধানীর ধানমন্ডি, উত্তরা ও বারিধারায় পৃথক অভিযানে এ জরিমানা করা হয় বলে রাজউকের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।


 
এতে বলা হয়, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিনের নেতৃত্বে পান্থপথ এলাকায় নকশা বহির্ভূতভাবে নির্মাণ কাজ করায় সাতমসজিদ রোডের  ৩, ৩/সি নম্বর বাড়ির মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
 
ধানমন্ডির ৯১ নং রোডের ‘এডিসিএ ম্পায়ার প্লাজা’ এর বেজমেন্টের জায়গায় বাণিজ্যিক হিসেবে ব্যবহারের দায়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পশ্চিম পান্থপথের ১৯/৩ নং বাড়ির মালিককে নকশার বাইরে লিফট ও সিড়ি নির্মাণ করায় তিন লাখ টাকা জরিমানা করা হয়।
 
এছাড়া পার্কিংয়ের স্থানে ওষুধের দোকান দেয়ার কারণে ৫১/এ/ক/৫ নং বাড়ির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ধানমন্ডির ১১/এ নং রোডের একটি ভবনের নীচতলায় অনুমোদনহীন ‘উৎসব রেস্টুরেন্ট’ সীলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।
 
অন্যদিকে, উত্তরার ১৩ নং সেক্টরের গরিবে নেওয়াজ রোডের ৮ ও ১০ নং বাড়ির মালিককে বেজমেন্টে জেনারের রাখার দায়ে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়, ২৮ নং বাড়ির নিচতলায় পার্কিং স্থানটিকে বাণিজ্যিক ব্যবহারের জন্য ‘মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক’দেড় লাখ টাকা জরিমানাকরা হয় এবং দুইদিনের মধ্যে অফিস সরিয়ে নেয়ার সময় দেয়া হয়।
 
এছাড়া বারিধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ওলিউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ভবনের সামনে ফুটপাতের উপর নির্মিত স্থাপনা অপসারণ করে।
 
বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
টিএইচ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।