ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো উদ্বোধন ছবি: কাশেম হারুণ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রাকৃতিক শক্তির সঠিক ব্যবহার, দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর পরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন উন্নয়নের লক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৭ম আন্তর্জাতিক বাংলাদেশ ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো ও গ্রিন সামিট ২০১৬।

এক্সপোনেট এক্সিবিশন ও ৩৬০ ডিগ্রি টোটাল সল্যুশন লি. এর যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী শুক্রবার (১১ মার্চ) উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

প্রদর্শনীটি আগামী ১৩ মার্চ (রোববার) পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা নবায়নযোগ্য প্রাকৃতিক শক্তি, কার্বন নিরপেক্ষ পরিবেশ, দিনের আলোর ব্যবহার, বায়ু চলাচল নিয়ন্ত্রণ, বৃষ্টির পানিকে পুনঃব্যবহার, দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর পরিকল্পিত শিল্পায়ন ও নগরায়নের সম্পর্কে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, চীন, সিঙ্গাপুরসহ ১৩টি দেশের ১৩০টি প্রতিষ্ঠান ২২০টি স্টলে বিদ্যুৎ সাশ্রয়ী শিল্প বৈদ্যুতিক যন্ত্রাংশ, এয়ার কন্ডিশনিং সিস্টেম, পরিবেশবান্ধব ভবন নির্মাণ যন্ত্রাংশ, অফিস ইন্টেরিয়র, হিট কন্ট্রোল প্রযুক্তি ও কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন ও বিল্ডিং অটোমেশনসহ বিভিন্ন শিল্পের উদ্ভাবিত আধুনিক মেশিনারিজ ও সেবা প্রদর্শন করছে।

আয়োজক সংগঠন দু’টির ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক ও অনন্ত আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সিকদার, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি মো. কবির আহমেদ ভূইয়া, জার্মান টেকনিক্যাল কো অপারেশনের উচ্চমান উপদেষ্টা দিলদার আহমেদ তৌফিক, ইএনথ্রি সাস্টেনেবল সল্যুশন লি. এর পরিচালক সিথারাম রাম, ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের ব্যবস্থাপক (শিক্ষা) গৌরীশংকর রাজারামায়ন, ইউরো-বাংলা গ্লাস লি. এর ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান প্রমুখ।

উদ্বোধন শেষে প্রদর্শনীতে আগত বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী ও আমন্ত্রিত অতিথিরা। এরপরই প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
এইচআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।