ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজধানীতে বুধবার বসছে থাইপণ্যের প্রদর্শনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
রাজধানীতে বুধবার বসছে থাইপণ্যের প্রদর্শনী

ঢাকা: রাজধানীতে বৃহৎ পরিসরে শুরু হতে যাচ্ছে থাইপণ্যের সমাহার নিয়ে ‘থাইল্যান্ড সপ্তাহ ২০১৬’। আগামী বুধবার (১৬ মার্চ) থেকে শুরু হওয়া এ
আয়োজনে ব্যবসায়ী ও দর্শনার্থীরা থাই পণ্যের সার্বিক তথ্যসহ পণ্য কেনার সুযোগ পাবেন।

অংশগ্রহণকারী ব্যবসায়ীরা তাদের পণ্যের সমাহারও প্রদর্শন করবেন।

ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন (ডিআইটিপি), বাণিজ্য মন্ত্রণালয়, রয়্যাল থাই সরকার এবং রয়্যাল থাই দূতাবাস যৌথভাবে আয়োজন করছে এ থাইল্যান্ড সপ্তাহ ২০১৬। এ প্রদর্শনী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ‍গত শনিবার (১২ মার্চ) বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজকরা।

আয়োজকরা জানান, কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়, হল-১ (গুল নকশা) চারদিনব্যাপী এই প্রদর্শনীর পর্দা ‍উঠবে। প্রদর্শনীকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। ১৬ এবং ১৭ মার্চ ব্যবসায়ীদের জন্য এবং ১৮ ও ১৯ মার্চ সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীর বিভিন্ন দিক তুলে ধরে তারা জানান, এই ইভেন্ট থাই সরকারের একটি স্বতন্ত্র প্রচেষ্টা। যা  উভয় দেশের লাভজনক ব্যবসায়িক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সুযোগ সুবিধা প্রসারিত করতে ভূমিকা রাখবে।

থাই রপ্তানিকারকদের সঙ্গে ব্যবসায়িক বৈঠকের জন্য সকল বাংলাদেশি আমদানিকারক ও ব্যবসায়ীদের স্বাগত জানিয়েছেন আয়োজকরা। যারা বৈঠকে অংশগ্রহণ করতে চান তারা  ০১৮১৯২৬২১২৪  অথবা thaitradeb2b@gmail.com  ইমেইল-এ যোগাযোগ করতে পারবেন।

থাই আমদানিকারকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সকলকে সহযোগিতা করতে ডিআইটিপি  এর ওয়ান স্টপ বুথ থাকবে এ প্রদর্শনীতে। এছাড়া প্রতিদিনই থাকবে থাইল্যান্ডের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও থাই খাবারের পসরা।

আগামী ১৬ মার্চ বুধবার সন্ধ্যা ৭টায় এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ। এছাড়া উপস্থিত থাকবেন ঢাকাস্থ থাই দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফাসিত চৌবদ্ধি, নির্বাহী পরিচালক ও কনসাল (কমার্শিয়াল) শ্রীমতি  সুইমল তিলকুয়াংছাই, বাংলাদেশ থাই চেম্বার অব কমার্স এর  সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী প্রমুখ।

বাংলাদেশ সময়:২১২৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
একে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।