ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টেলিটকে বিকাশ মোবাইল ব্যাংকিং চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
টেলিটকে বিকাশ মোবাইল ব্যাংকিং চালু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকের নেটওয়ার্কে চালু হলো বিকাশ মোবাইল ব্যাংকিং সেবা।

এখন থেকে যে কোনো টেলিটক গ্রাহক বিকাশে অ্যাকাউন্ট খুলে তার সেল ফোন ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।



সোমবার (১৪ মার্চ)  থেকে এ সেবা চালু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সম্প্রতি রাজধানী ওয়েস্টিন হোটেলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা  হালিম তার টেলিটক ফোনে বিকাশ-এর একটি অ্যাকাউন্ট খোলে সেবাটির উদ্বোধন করেন।

এ সময়  টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ, বিকাশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে টেলিটকের গ্রাহকদের জন্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস চালুর লক্ষ্যে নেটওয়ার্ক শেয়ারিং চুক্তি স্বাক্ষর করেছিল বিকাশ।

টেলিটক যুক্ত হওয়ায় বর্তমানে গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং এয়ারটেলসহ দেশের সবকটি জিএসএম মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা দেবে বিকাশ।
 
টেলিটকে বিকাশ মোবাইল ব্যাংকিং সেবা চালুর ফলে টেলিটক গ্রাহকরা খুব সহজেই টাকা পাঠানো, আদান-প্রদান, মার্চেন্ট পেমেন্টসহ বিকাশ-এর সব সেবা উপভোগ করতে পারবেন।

শিগগির টেলিটক গ্রাহকরা বিকাশ ওয়ালেট থেকে নিজের মোবাইলের ব্যাল্যান্সও রিচার্জ করতে পারবেন।

তারানা হালিম বলেন, বাংলাদেশের ৭০ শতাংশে মানুষ গ্রামে বাস করে। এরমধ্যে ১৩ কোটি মানুষের হাতে মোবাইল ফোন আছে। ব্যাংকিং সেবার বাইরে বিশাল জনগোষ্ঠীকে এ সেবার আওতায় আনার কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছে বিকাশ। সেক্ষেত্রে তারা অনেক অগ্রসরমান।

‘বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রাপ্ত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিকাশ দেশে নারীর ক্ষমতায়নেও অগ্রণী ভূমিকা রাখছে। ’

টেলিটকের এমডি গিয়াস উদ্দিন আহমেদ বলেন, টেলিটকের কয়েক মিলিয়ন গ্রাহক রয়েছে যারা বিকাশ-এর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে উপকৃত হবেন।

২০০৪ সালের ডিসেম্বর মাসে দেশের পঞ্চম মোবাইল ফোন অপারেটর হিসেবে যাত্রা শুরু করা বর্তমানে টেলিটকের গ্রাহক সংখ্যা প্রায় ৪৩ লাখ।

বিকাশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর বলেন, টেলিটকের নেটওয়ার্কে বিকাশ-এর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস চালু হওয়ার ফলে গ্রাহকরা খুব নিরাপদ, সহজ ও কম খরচে টাকা আদান-প্রদান, দোকানে কেনাকাটা সহ অনেক কিছুই করতে পারবেন।

বিকাশ একটি পূর্ণাঙ্গ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান যার মাধ্যমে  টাকা আদান-প্রদান ছাড়াও মোবাইল ব্যাল্যান্স রিচার্জ, বেতন প্রদান করার পাশাপাশি জমা টাকার উপর ইন্টারেস্ট দেওয়া হয়।

২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ ব্র্যাক ব্যাংক লিমিটেড, ইউএস ভিত্তিক মানি ইন মোশন, ইন্টারন্যাশনাল ফিনান্স করপোরেশন এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।

বিকাশ-এর বর্তমান গ্রাহক সংখ্যা ২০ মিলিয়ন। বিকাশ-এর ১ লাখেরও বেশি এজেন্ট রয়েছেন যারা গ্রাহকদের বিনামূল্যে অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ইন এবং ক্যাশ আউট সেবা দিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।