ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

থাইল্যান্ড উইকে রসালো থাই ফল

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
থাইল্যান্ড উইকে রসালো থাই ফল ছবি: পিয়াস/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: থাইল্যান্ডের রকমারি ফলের পসরা সেজে বসেছে থাই পণ্যের মেলায়। প্রায় ১৪ রকমের ফল কেনার পাশাপাশি নানা জাতের খাবার ও ফলের সঙ্গে পরিচিত হওয়ারও সুযোগ পাচ্ছেন ক্রেতা-দর্শনার্থীরা।

 

রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসি,বি) ১৬ মার্চ শুরু হয়েছে চারদিনব্যাপী ‘থাইল্যান্ড উইক’।

আইসিসিবি’র গুলনকশা হলে অনুষ্ঠিত এ মেলায় তিনটি ফলের স্টল রয়েছে। তবে ফলের দাম কিছুটা বেশি হলেও অনেকেই কিনে নিচ্ছেন পছন্দের সুস্বাদু ফল। মেলায় থাই মার্ট ঢাকা, নাজমুস কোম্পানি লিমিটেড, টাসো এন্টারপ্রাইজ ফলের স্টল দিয়েছে। থাইল্যান্ড থেকে আনা বিভিন্ন ফল দিয়ে সাজানো হয়েছে এসব স্টল। ক্রেতা-দর্শনার্থীদের মধ্যেও বেশ আগ্রহ রয়েছে এসব স্টল নিয়ে।

শুক্রবার (১৮ মার্চ) সকালে মেলার দ্বার খুলতেই বিভিন্ন এলাকা থেকে ক্রেতা-দর্শনার্থীরা ছুটে আসছেন মেলায়। স্টলের কর্মীরা জানান, মেলায় প্রতিকেজি কমলা, পেয়ারা, বাঙ্গি, ড্রাগন ও পেঁপে ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

প্রতি কেজি ডুরিয়ান ৬০০ টাকায়, তেতুল সাড়ে ৫০০ টাকায়, কিউই ফল সাড়ে ৭০০ টাকা, আম (কাঁচা-মিঠা ও পাকা) ৫৫০ টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের।
এছাড়া কেজিপ্রতি অ্যাভোকাডো ৭০০ টাকা এবং জাম্বুরা প্রতিপিস ৫০০ টাকা, আনারস ৪০০ টাকায় কিনতে পাওয়া যাচ্ছে।  

খাদ্যপণ্য ছাড়াও নানা ধরনের প্রয়োজনীয় পণ্যও পাওয়া যাচ্ছে  মেলায়। বিশেষ করে নানা ব্র্যান্ডের বডি স্প্রে, কসমেটিকস ও ব্যাগ। পণ্যের প্রদর্শনীর পাশাপাশি থাই সাংস্কৃতিক উৎসবেরও আয়োজন করেছে মেলা আয়োজক কমিটি।

দেশের কোনো ব্যবসায়ী চাইলে থাইল্যান্ডের ব্যবাসয়ীদের সঙ্গে থাই পণ্যের বিষয়ে কথা বলতে পারেন মেলায় গিয়ে। বিভিন্ন স্টলের পক্ষ থেকে এজেন্টও চাওয়া হচ্ছে।

সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ ঘুরে দেখতে পারেন দর্শনার্থীরা। যা সবার জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজকরা বলছেন, মেলায় গার্মেন্টস ও ফ্যাশন পণ্য, খাবার ও পানীয়, ভারী শিল্প, গৃহস্থালি ও আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী ৩৯টি থাই প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

থাই বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন (ডিআইটিপি) এবং ঢাকার রয়্যাল থাই দূতাবাসের উদ্যোগে আয়োজিত মেলা শেষ হবে ১৯ মার্চ, শনিবার।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
একে/আরএম/এমএ

** পণ্য কিনলে মিলছে মূল্যছাড় ও উপহার
** বসুন্ধরা কনভেনশনে এক টুকরো থাইল্যান্ড
** কেনাকাটা ও বিনোদন একসঙ্গে যেখানে
** সাংস্কৃতিক অনুষ্ঠানে থ্যাইল্যান্ড সপ্তাহ শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।