ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কৃষি প্রযুক্তি মেলা

যাবতীয় কৃষি সেবার তথ্য দিচ্ছে এসিআই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
যাবতীয় কৃষি সেবার তথ্য দিচ্ছে এসিআই ছবি: সুমন শেখ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দৃষ্টি নন্দন প্যাভিলিয়নে কৃষির সব খাতের বিভিন্ন পণ্যের পসরা বসিয়েছে এসিআই এগ্রো বিজনেস। প্যাভিলিয়নে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের স্টলের কর্মীরা দর্শনার্থীদের কাছে তুলে ধরছেন তাদের নানা সেবার তথ্য।



শনিবার (১৯ মার্চ) রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত ‘৬ষ্ঠ আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি প্রদর্শনী’তে গিয়ে এমনটাই দেখা গেল।

গত ১৭ মার্চ পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া ও লিমরা ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশান প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। শনিবার এই মেলার পর্দা নামবে।

প্রবেশ করতেই দেখা গেলো এমন দৃশ্য। তিনদিনব্যাপী এ আয়োজনের আজ শনিবার পর্দা নামবে।
 
সরেজমিনে দেখা যায়, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ-এ তিন খাতে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি কৃষি প্রতিষ্ঠান এসিআই এগ্রিবিজনেসের স্টলটি চিত্রায়ন করা হয়েছে কৃষি সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে।

কৃষির সঙ্গে যে গ্রামের সম্পর্ক রয়েছে তার প্রমাণও পাওয়া গেলো এ প্যাভিলিয়নে। আইসিসিবি-এর নবরাত্রি হল প্রাঙ্গণের সামনে খোলা আকাশের নিচে সম্পূর্ণ গ্রামীণ আবহে প্যাভিলিয়নটি সাজানো হয়েছে।

প্যাভিলিয়নে ছোট ছোট আকারে ছয়টি স্টল রয়েছে। দেশের কৃষি প্রধান ছয় বিভাগে সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের অ্যানিমেল হেলথ বিভাগের প্রোডাক্ট এক্সিকিউটিভ মো. শৌনক তেহজীব জানান, এসিআই অ্যানিমেল হেলথ যেসব সেবা দিচ্ছে তার মধ্য অন্যতম পোল্ট্রি, ডেইরি, ফিসারিজ। এসব খাতে যাবতীয় চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করছে এসিআই।

‘মাঠ পর্যায়ে কোম্পানির নিজস্ব দক্ষ কর্মীরা ফসল ও পশুপাখির রোগ নির্ণয় করে তা প্রতিকারের যাবতীয় সমাধান দিয়ে যাচ্ছেন। ’

পুকুরের পানির মান নির্ণয়ে নিজস্ব প্রযুক্তি রয়েছে। ফার্ম ম্যানেজমেন্টের কাজও করে থাকেন তারা।

কৃষকদের নিয়ে সভা করে তাদের দক্ষতা বাড়াতেও এসিআই এগ্রো বিজনেস লিমিটেড কাজ করছে বলে জানান এই কর্মকর্তা।  

প্যাভিলিয়নের পাশেই আছে এসিআই এগ্রো লিংকের স্টল। এখানে এ প্রতিষ্ঠানের যেসব পণ্য রফতানি করা হয় এবং পোল্ট্রির খাদ্য তৈরির উপকরণ প্রদর্শন করা হয়েছে।

নানা পদের সবজি, ধানসহ অন্যান্য ফসলের বীজের নানা তথ্য নিয়ে সাজানো হয়েছে এসিআই সিডের স্টলটি। করলা, বেগুন, কাকরোল, শশা, টমেটো, আলু, ঢেড়শসহ নানা পণ্যের বীজের প্রদর্শন করা হয়েছে।  

কৃষিতে উন্নত প্রযুক্তির আধুনিক যন্ত্রাংশ সরবরাহ করছে এসিআই এগ্রি মোটর বিভাগ। এ স্টলের সেলস প্ল্যানিং অফিসার শাহনাজ সুলতানা জানান, কৃষকের সময় ও খরচ কমাতে অত্যান্ত যুগপোযোগী বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহ করছে এসিআই এগ্রি মোটর বিভাগ।

‘ধান-গম রোপন থেকে শুরু করে যন্ত্রাংশও রয়েছে। এছাড়া ধান ও গম কাটার এসিআই রিপার মেশিনটি ইতিমধ্যে কৃষকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। ’

এসিআই ক্রপ কেয়ার ডিভিশনের মার্কেট ডেভেলপমেন্ট অফিসার ফরহাদ হোসেন জানান, তাদের প্রাকৃতিক উপাদানে তৈরি বায়োম্যাক্স এমসহ বিভিন্ন মানসম্মত পণ্য রয়েছে। যা ব্যবহার করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হতে পারেন।

এসিআই ফার্টিলাইজারের ট্রেনিং মার্কেটিং অফিসার মো. সোহেল রানা জানান, নিজেদের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে সার আমদানি করে তারা নিজেদের গবেষণাগারে প্রথমে গুণগত মান পরীক্ষা ও গবেষণা চালান। এরপর তা বাজারে সরবরাহ করা হয়। ফলে এ প্রতিষ্ঠানের সার ব্যবহারে অনেক।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
একে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।