ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লিটারে ১৮ টাকা কমলো ফার্নেস অয়েলের দাম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
লিটারে ১৮ টাকা কমলো ফার্নেস অয়েলের দাম

ঢাকা: ফার্নেস অয়েলের দাম লিটার প্রতি ৬০ টাকা থেকে কমিয়ে ৪২ টাকা করা হয়েছে।   বৃহস্পতিবার (মার্চ ৩১) রাত ১২টার পর থেকে নতুন এই মূল্য কার্যকর হবে।

 

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ থেকে প্রকাশিত এক গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তেলের দাম কমানোর বিষয়ে আলোচনা হয়।

কয়েক বছর আগে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রড অয়েল) প্রতি ব্যারেলের দাম উঠেছিলো ১২২ ডলার। সেই বৃদ্ধির অজুহাতে ২০১৩ সালের ৪ জানুয়ারি জ্বালানি তেলের দাম বাড়ানো হয় বাংলাদেশে। তখন পেট্রোল-অকটেন লিটার প্রতি ৫টাকা ও ডিজেল কেরোসিনের দাম ৭টাকা করে বাড়ানো হয়েছিলো। এরপর গত বছরের শেষ দিকে তেলের দাম কমতে শুরু করে আন্তর্জাতিক বাজারে। বর্তমানে ক্রুড ‍অয়েলের দাম কমতে কমতে ৪০ ডলারে নেমে এসেছে।

মূলত বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কারখানায় ব্যবহৃত হয় ফার্নেস অয়েল। নতুন এই মূল্য নির্ধারণের ফলে ইউনিট প্রতি বিদ্যুতের উৎপাদন খরচ কমে যাবে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এসআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।