ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গাড়ি প্রেমিকদের শখ ও প্রয়োজন মেটাচ্ছে প্রগতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
গাড়ি প্রেমিকদের শখ ও প্রয়োজন মেটাচ্ছে প্রগতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কম বেশি প্রায় সবারই গাড়ি ব্যবহারের শখ ও প্রয়োজন রয়েছে। কিন্তু অনেক সময়ে গাড়ির দামের সঙ্গে পাল্লা দিতে গিয়ে শখ থেকে মুখ ফিরিয়ে নিতে হয়।

আর তাইতো এসব গাড়ি প্রেমিকদের শখ ও প্রয়োজন মেটাতে সুলভ দামে পছন্দের গাড়ি সরবরাহ করছে প্রগতি ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড।

সরকারের বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানে গাড়ি সরবরাহ করে ইতিমধ্যে সুনাম অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের নতুন গাড়ি সরবরাহ করে গ্রাহকদের মন জয় করতে শুরু করেছে তারা।

রাজধানীতে চলা তিনদিনব্যাপী মোটর, বাইক ও অটো যন্ত্রাংশের প্রদর্শনীতে প্রগতি ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের প্যাভিলিয়নে প্রবেশ করতেই বাংলানিউজকে এমনটা জানালেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আবুল খায়ের সর্দার।

তিনি জানান, বিশ্বের নাম করা সব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের গাড়ি দেশের গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে প্রগতি ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড। এসব গাড়ি দর্শনার্থীদের সামনে তুলে ধরতে প্রদর্শনীতে অংশ নিয়েছেন তারা।

আবুল খায়ের সর্দার বলেন, আমাদের গাড়ির প্রধান ক্রেতা সরকার। এক্ষেত্রে প্রতিটি গাড়ির দাম একেবারে নির্দিষ্ট করা হয়। দামও অনেক কম নেয়া হয়। গ্রাহকের পর্যায়েও আমরা সেই কম দামেই গাড়ি সরবরাহ করছি। ফলে দিনদিন ক্রেতাদের সংখ্যা বাড়ছে।

এক ঊর্ধতন কর্মকর্তা জানান, দেশে অটোমোবাইলস এর বিভিন্ন যন্ত্রাংশ তৈরির পরিকল্পনাও হাতে নিয়েছে প্রগতি ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড। এছাড়া গাড়ির বিষয়ে নিত্য নতুন কার্যক্রম হাতে নিয়ে গ্রাহকদের সর্ব্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে এ প্রতিষ্ঠান।
 
প্রগতি ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ও ঢাকা অফিসের ইনচার্জ মো. তৌহিদুজ্জামান বাংলানিউজকে বলেন, আস্থা ও নির্ভরশীলতার প্রতীক হিসেবে প্রগতির গাড়িকে ধরা হয়। কেননা আমরা গ্রাহকদের সবচেয়ে ভালো মানের পণ্য দিয়ে থাকি।

তিনি জানান, গাড়ি বিক্রি পরবর্তী সার্ভিস সেবাও দিয়ে থাকে প্রগতি ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড। সুতারাং গ্রাহকরা এ প্রতিষ্ঠানের গাড়ি কিনে নিশ্চিত থাকতে পারেন যে, তাদের কোনো সমস্যা হবে না।

সরেজমিনে প্যাভিলিয়নটি ঘুরে দেখা যায়, বিভিন্ন নতুন ব্র্যান্ডের গাড়ির প্রদর্শন করা হয়েছে প্যাভিলিয়নটিতে। দর্শনার্থীদের এসব গাড়ির সঙ্গে পরিচয় করে দিচ্ছেন একদল তরুণ কর্মী। অনেকেই গাড়ি নিয়ে বেশ আগ্রহও দেখাচ্ছেন।

‘প্রগতির গাড়ি কিনুন, দেশের অগ্রযাত্রায় শামিল হোন’ স্লোগান নিয়ে এগিয়ে যাওয়া প্রগতি ইন্ডস্ট্রিজ লিমিটেড’র প্যাভিলিয়নটিতে প্রবেশ করলে নতুন গাড়ির সমাহার দেখা যাবে।

নতুন মডেলের তিনটি গাড়ি রয়েছে, এগুলো হলো ভারতের কালো ও সাদা রঙের মাহিন্দ্র স্করপিও (এসইউভি) এবং তিন রঙের মাহিন্দ্র স্করপিও ডাবল কেবিন পিকআপ, চায়নার তিন রঙের ফোডে ল্যান্ডফোর্ট (এসইউভি)।

এছাড়াও নিয়মিত বাজারে সরবরাহ করা হচ্ছে জাপানের তৈরি ব্ল্যাক, সিলভার, ব্রাউন রঙের মিটসুবিসি পাজেরো স্পোর্ট (সিআর-৪৫) এসইউভি এবং সাদা ও কালো রঙের মিটসুবিসি এএসএক্স এসইউভি।

গাড়ি প্রেমিকরা ইচ্ছে করলে বিস্তারিত জানার জন্য প্রগতির 01711861219 (চট্রগ্রাম) ও 01711032423 (ঢাকা) নম্বরে যোগাযোগ করতে পারেন।

তিনদিনের এ প্রদর্শনীর আয়োজন করেছে সেমস গ্লোবাল বাংলাদেশ। ১৪টি দেশের ব্র্যান্ডনিউ গাড়ি, মোটর বাইক ও অটো যন্ত্রাংশ উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো প্রদর্শনীতে অংশ নিয়েছে। আজ শেষ হবে এ প্রদর্শনী। প্রবেশ ফি ৩০ টাকা।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
একে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।