ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্রামীণফোনের স্টার গ্রাহকদের জন্য দুসাই রিসোর্টে ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
গ্রামীণফোনের স্টার গ্রাহকদের জন্য দুসাই রিসোর্টে ছাড় ছবি: সংগৃহীত

ঢাকা: শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন তার স্টার গ্রাহকদের জন্য দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা’তে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে।
 
স্টার গ্রাহকরা দুসাই রিসোর্টের সুপিরিয়র রুমে ৬ হাজার টাকা, প্রিমিয়াম রুমে ৭ হাজার ৮০০ টাকা, ডিলাক্স বি ভিলায় ৯ হাজার ৪০০ টাকা,  ডিলাক্স এ ভিলায় ১০ হাজার ৯০০ টাকা, স্যুট বি ভিলায়  ১৮ হাজার ৮০০ টাকা এবং স্যুট এ ভিলায় ২০ হাজার ৮০০ টাকায় থাকতে পারবেন।

এর সঙ্গে ভ্যাট এবং সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
 
এছাড়াও ইনডোর স্পা’তে  ২০ শতাংশ, খাবারে ১৫ শতাংশ ছাড় পাবেন গ্রামীণফোনের সকল স্টার গ্রাহক।
 
এ অফার ০১ এপ্রিল থেকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলে মঙ্গলবার (০৫ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্রামীণফোন।  
 
গ্রামীনফোন প্ল্যাটিনাম প্লাস ও প্ল্যাটিনাম স্টার গ্রাহকদের জন্য আছে আরেকটি অফার।
 
তারা দুসাই রিসোর্টের ডিলাক্স এ এবং বি ভিলায় একরাত থাকলে একরাত ফ্রি থাকার সুযোগ পাবেন। এ অফার ০১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
 
গ্রামীণফোনের হেড অব হাই ভ্যালু সেগমেন্ট অ্যান্ড স্টার রেজওয়ান মোহাম্মদ চৌধুরী এবং দুসাই হোটেল অ্যান্ড রিসোর্টের পরিচালক রেজিনা নাসের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্প্রতি জিপি হাউজে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছেন।
 
সবচেয়ে মূল্যবান গ্রাহকদের স্বীকৃতি প্রদান এবং ধন্যবাদ জানানোর জন্য গ্রামীণফোনের স্টার কর্মসূচি চালু করা হয়েছে। একটি নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট পরিমাণের ফোন ব্যবহার করলে একজন গ্রামীণফোন গ্রাহক স্টার গ্রাহক হতে পারেন। একবার স্টার গ্রাহক হলে তা তিন মাস কার্যকর থাকে।
 
এ সংক্রান্ত তথ্য http://www.grameenphone.com/bn/star-program ওয়েবসাইট ভিজিট করে পাওয়া যাবে।
 
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।