ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নববর্ষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
নববর্ষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ ছবি- সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া: বাংলা নববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) থেকে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে।

তবে এ সময় ভারতের সঙ্গে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

ভারতীয় ব্যবসায়ীদের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অ্যাসোসিয়শনের উপদেষ্টা মো. হাসিবুর রহমান জানান, অাগামী শনিবার (১৬ এপ্রিল) থেকে যথারীতি বন্দর দিয়ে স্বাভাবিক অামদানি-রফতানি কার্যক্রম চলবে।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।