সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বানে চার ঘণ্টা কর্মবিরতি পালিত হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক পণ্য তল্লাশি, পরীক্ষা ও ওজন পরিমাপের নামে হয়রানির অভিযোগে শনিবার (১৬ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালিত হয়।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বাংলানিউজকে জানান, হয়রানির প্রতিবাদে তারা রোববার ছয় ঘণ্টা কর্মবিরতি পালন করবেন।
তিনি জানান, গত ৭ এপ্রিল বন্দর এলাকা থেকে আমদানিকৃত ১১ ট্রাক পান আটক করে বিজিবি। শুল্ক পরিশোধ করে আমদানি করা হলেও বিজিবির জব্দকৃত ওই পান পঁচে যায়। কিন্তু আদালত পান ফেরতের নির্দেশ দিলেও তা পঁচে যাওয়ায় ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হন। এর প্রতিবাদে আন্দোলনে নামেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
এসআর