ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নববর্ষের ছুটি শেষে বেনাপোল বন্দরে বাণিজ্য শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
নববর্ষের ছুটি শেষে বেনাপোল বন্দরে বাণিজ্য শুরু

বেনাপোল (যশোর): বাংলা নববর্ষ ও সাপ্তাহিক ছুটি শেষে দুইদিন পর বেনাপোল ও ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে।

তবে, ওই দুইদিন বিশেষ ব্যবস্থায় দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

শনিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় স্বাভাবিক নিয়মে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, বাংলাদেশের নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ও সাপ্তাহিক ছুটি থাকায় শুক্রবার এ বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। দুইদিন পর শনিবার সকালে ফের আমদানি-রফতানি শুরু হয়েছে। কাস্টমস ও বন্দরে পণ্য খালাসে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে ব্যস্ত সময় পার করছেন কর্মচারীরা।  

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) নিতাই চন্দ্র সেন বাংলানিউজকে জানান, দুইদিনের ছুটি শেষে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে যোগ দিয়েছেন। বন্দরে আটকে থাকা পণ্য দ্রুত খালাসের জন্য সংশিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা জমির হোসেন বাংলানিউজকে জানান, শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভারত থেকে আমদানি করা বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ৮০টি ট্রাক এসেছে। বাংলাদেশি পণ্য নিয়ে ভারতে গেছে ৪০ ট্রাক।

উল্লেখ্য, এই বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে আমদানি হয় তিন থেকে সাড়ে তিনশ’ ট্রাক পণ্য। আর বাংলাদেশে উৎপাদিত পণ্য নিয়ে এক থেকে দেড়শ’ ট্রাক পণ্য ভারতে রফতানি হয়।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।