ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘রাজস্ব ফাঁকির প্রবণতা নেই আশ্বস্ত করতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
‘রাজস্ব ফাঁকির প্রবণতা নেই আশ্বস্ত করতে হবে’

ঢাকা: ব্যবসায়ীদের সকল সুবিধা দেওয়া হবে, রাজস্ব ফাঁকির প্রবণতা নেই তা এনবিআরকে আশ্বস্ত করতে হবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
মঙ্গলবার (১৯ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে রফতানি খাত সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ মন্তব্য করেন তিনি।


 
এনবিআর চেয়ারম্যান বলেন, আমদানি-রফতানি ও ব্যবসায় রাজস্ব পরিশোধে ব্যবসায়ীদের যে অবদান তার মূল্যায়ন করবে এনবিআর। কোনো অসুবিধা থাকলে তা দূর করার পদক্ষেপ নেওয়া হবে।
 
‘রাজস্ব তহবিলে ব্যবসায়ীরা উত্তরোত্তর বর্ধিত আকারে রাজস্ব জমা দিচ্ছেন, এমন সুখবর শুনতে চাই। রাজস্ব ফাঁকির কোনো প্রবণতা নেই- এ বিষয়ে এনবিআর আশ্বস্ত হতে চায়’ বলেও উল্লেখ করেন তিনি।
 
দেশকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের এনবিআরের সঙ্গে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে চেয়ারম্যান বলেন, জনকল্যাণে রাজস্ব সংগ্রহে সহযোগিতা করতে হবে।
 
করজাল বাড়ানো ও রাজস্ব সংগ্রহে এনবিআর উপজেলা পর্যায় পর্যন্ত যাচ্ছে। সেক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন মো. নজিবুর রহমান।
 
চেয়ারম্যান বলেন, রুপকল্প-২০২১ বাস্তবায়ন করতে চাই। এজন্য রফতানি খাতকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর নির্দেশে এ খাতকে প্রণোদনা, বন্ডসহ অন্যান্য সুবিধা দিয়ে আসছি।
 
এ খাতে প্রাপ্ত সুবিধার যথোপযুক্ত ব্যবহার হলেও মাঝে মাঝে বিচ্যুতি লক্ষ্য করা যায়। ভবিষ্যতে এসব কাটিয়ে উঠে ব্যবসায়িক ক্ষেত্রে শুদ্ধাচার অনুসরণ করার আহ্বান জানান তিনি।
 
‘এনবিআর থেকে অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের ক্ষেত্রে দেশ যেন সামনের দিকে এগিয়ে যায় সেজন্য রাজস্ব সংগ্রহের চেষ্টা করছি। সেক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন’- বলেন মো. নজিবুর রহমান।
 
আলোচনা সভায় এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমানসহ রফতানি খাত সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি ও এনবিআরের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
আরইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।