ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যানবাহনের নম্বরপ্লেট ও ট্যাগ সংযোজনের সময় বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
যানবাহনের নম্বরপ্লেট ও ট্যাগ সংযোজনের সময় বাড়লো

ঢাকা: যানবাহনের রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট এবং রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগ সংযোজনের সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
 
এর আগে এ সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত নির্ধারিত ছিল বলে রোববার (২৪ এপ্রিল) সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়।


 
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সম্প্র্রতি এক প্রজ্ঞাপনে এ সময়সীমা পুনর্নির্ধারণ করেছে।
 
বিআরটিএ যে সকল যানবাহনের রেজিস্ট্রেশন প্রদান করে সেসব যানবাহনের রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট এবং রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
 
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।