ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘নতুন মূসক আইন ন্যূনতম ভোগান্তিমুক্ত হতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
‘নতুন মূসক আইন ন্যূনতম ভোগান্তিমুক্ত হতে হবে’ ছবি- জিএম মুজিবর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন প্রয়োগ ছাড়া সরকারের বিকল্প নেই। তবে আইন বাস্তবায়নের প্রক্রিয়া যেন ন্যূনতম ভোগান্তিমুক্ত হয় সেদিকে নজর রাখতে নির্দেশ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

বুধবার (২৭ এপ্রিল) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
 
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর অধীনে উৎসে মূসক কর্তন বিষয়ক সেমিনারে বিভিন্ন সরকারি প্রকল্পের প্রকল্প কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
 
কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই নতুন আইন প্রয়োগে মূসক আদায় বাড়ুক। কিন্তু আইন বাস্তবায়নের প্রক্রিয়ায় যেন ন্যূনতম ভোগান্তিমুক্ত হয় সেদিকে নজর রাখতে হবে।
 
তিনি বলেন, এ আইন প্রয়োগের ক্ষেত্রে ব্যবসায়ীসহ সব মহলের আস্থা অর্জন করতে হবে। দেশ ও জাতির মঙ্গল, উন্নয়নের জন্য কর্মকর্তা-ব্যবসায়ীদের মধ্যে এ আস্থা জরুরি।
 
ব্যবসায়ীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা নতুন আইন প্রয়োগ করেছি। জটিলতা থাকবে, আলাপ-আলোচনার মাধ্যমে তা সমাধান করতে হবে।
 
এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, উন্নয়নের জন্য সারাবিশ্বের মতো বাংলাদেশেও অভ্যন্তরীণ সম্পদের ওপর নির্ভর করা হচ্ছে। ভবিষ্যতে অভ্যন্তরীণ সম্পদের উৎস হবে ভ্যাট।
 
উৎসে আয়কর কর্তনে প্রকল্প কর্মকর্তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে চেয়ারম্যান ভবিষ্যতে উৎসে ভ্যাট কর্তনে কর্মকর্তাদের সহায়তা কামনা করেন।
 
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
আরইউ/জেডএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।