ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১৭৯ প্রকল্পের মধ্যে বাস্তবায়িত হবে ৩৮টি

ফররুখ বাবু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
১৭৯ প্রকল্পের মধ্যে বাস্তবায়িত হবে ৩৮টি

ঢাকা: গণপূর্ত অধিদফতরের অধীনে ২৭টি মন্ত্রণালয়ের মোট ১৭৯টি প্রকল্পের মধ্যে চলতি অর্থবছরে মাত্র ৩৮টি প্রকল্প বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চলচ্ছে। ২০১৫-১৬ অর্থবছরে ওই ১৭৯টি প্রকল্পের বিপরীতে এডিপি বরাদ্দ দিয়েছে ৩ হাজার ৩২৬ দশমিক ৭১ কোটি টাকা।

 

গত মার্চ মাস পর্যন্ত ১ হাজার ৬৪৭ দশমিক ২৬ কোটি টাকা অবমুক্ত করা হয় এবং অবমুক্তকৃত অর্থ থেকে ৯৬৫ দশমিক ৪০ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সী।

 

বাংলানিউজকে প্রকৌশলী হাফিজুর জানান, চলতি অর্থবছরে গণপূর্ত অধিদফতরের অধীনে ৩৮টি প্রকল্প সমাপ্তির জন্য নির্ধারিত রয়েছে। যা আগামী জুনের মধ্যে শেষ হবে।

চলতি বছরের জুনের মধ্যে ৩৮টি প্রকল্প বাস্তবায়নের জন্য অধিদফতরের নয়শ’ প্রকৌশলীর সঙ্গে দুই দিনব্যাপী ওয়ার্কিং সম্মেলন চলছে বলেও জানান তিনি।

২০১৫-১৬ অর্থবছরে বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ দফতর ও বাসভবন মেরামত ও সংরক্ষণ কাজে ৩৮৯ দশমিক ৬০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। যার ১৯৪ দশমিক ৮০ কোটি টাকা অবমুক্ত করা হয়েছে এবং ১৩৫ কোটি টাকা ব্যয় হয়েছে। তবে আগামী জুনের মধ্যে বাকি ১৪১টি প্রকল্পের কাজ বাস্তবায়িত হবে বলে আশা করছেন এই প্রকৌশলী।

তিনি বলেন, গণপূর্ত অধিদফতর বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ করে। আগে শুধু আমরা ভবন নির্মাণসহ যাবতীয় কাজ করতাম। কিন্তু বর্তমানে অনেক সংস্থা রয়েছে। তাই গুনগত মানের দিকে খুব নজর রাখতে হয়। অন্য সবার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা কাজ করি।

সম্প্রতি কিশোরগঞ্জ এলাকায় সরকারি ভবন নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহার করা হয়। আর সেজন্য সরকারের এক মন্ত্রী গণপূর্ত অধিদফতরকে দোষারোপ করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ওই কাজ আমাদের ছিলো না। জেলা প্রশাসনের অধীনে কাজটি চলছিলো।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
এফবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।