ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মূসক গোয়েন্দার অভিযান

ভ্যাট-বন্ড-শুল্ক খেলাফির খোঁজ, ১১ ট্রাক আটক

রহমত উল্যাহ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
ভ্যাট-বন্ড-শুল্ক খেলাফির খোঁজ, ১১ ট্রাক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভ্যাট নিল, চালান দিল না। ‘বিলফি’ ইনবক্স করলেই হাজির মূসক গোয়েন্দা।

হয়েছে শতাধিক অভিযান। তবে এবার আরো বড় অভিযান। যাতে ভ্যাট, শুল্ক ও বন্ডের মতো বড় পুকুর চুরির খোঁজে মূসক গোয়েন্দা। গভীর রাতে অভিযান, আটক হচ্ছে একের পর পর পণ্যবাহী ট্রাক।
 
বুধবার (২৭ এপ্রিল) গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় মূসক গোয়েন্দার অভিযানে ভ্যাট-চালানহীন ১১টি পণ্যবোঝাই ট্রাক আটক করা হয়েছে।
 
মূসক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক একেএম সুলতান মাহমুদ বাংলানিউজকে এ তথ্য জানান।
 
এর আগে সোমবার (২৫ এপ্রিল) রাজধানীর ৩শ’ ফুট সড়ক থেকে ৩ ঘণ্টা অভিযান চালিয়ে ভ্যাট চালানবিহীন ৩টি কাভার্ড ভ্যান ও একটি মিনি ট্রাক আটক করা হয়েছে।
 
এর মধ্যে লাইনার পেপার, ইলেকট্রিক ফ্যান, গার্মেন্টস এক্সেসরিজ ও চানাচুর জাতীয় ফুড আইটেম ছিল। ট্রাকগুলো ঢাকা কাস্টমস হাউসে রাখা হয়েছে।
 
২২ এপ্রিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে একই অভিযোগে গ্লাস শিট, ইলেকট্রিক ফ্যান, লোহার রড ও বেডশিট বহনকারী চারটি ট্রাক আটক করা হয়।
 
সুলতান মাহমুদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সড়কে মূসক গোয়েন্দা দল অভিযান চালায়। এসময় ভ্যাট চালানবিহীন ডুপ্লেক্স বোর্ড বহনকারী একটি ট্রাককে পল্টন মোড় থেকে প্রায় দেড় কিলোমিটার ধাওয়া করি। পরে তাঁতীবাজার মোড় থেকে আটক করা হয়।
 
এছাড়া ইসলামপুরগামী ৪টি কাপড়ের ট্রাক, নয়াবাজারগামী ২টি ডুপ্লেক্স বোর্ডবাহী ট্রাক, ৪টি চানাচুর, ঢেউটিন ও ব্লাউজবাহী ট্রাক রয়েছে বলে জানান তিনি।
 
ইসলামপুরগামী কাপড়ের ট্রাকসহ ৬টি ট্রাকের পণ্য বন্ডেড সুবিধায় আমদানি করে অবৈধভাবে খোলাবাজারে বিক্রি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
চালকরা ভ্যাট চালান ও আমদানির কোনো কাগজ দেখাতে পারেনি। সেগুলো সেগুনবাগিচায় এনবিআর ভবন চত্বরে রাখা হয়েছে। যাচাই শেষে মামলা করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে মূসক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বাংলানিউজকে জানান, বিলফির পর ভ্যাট খেলাফি, শুল্ক খেলাফি ও বন্ড খেলাফির খোঁজে নেমেছে মূসক গোয়েন্দা।
 
তিনি জানান, বর্তমান চেয়ারম্যানের বার্তা অনুযায়ী কাউকে হয়রানি নয়, ভ্যাট সচেতনতা বৃদ্ধিতে আমাদের এ অভিযান। অভিযান আরো জোরদার করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
আরইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।