ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন গড়ে তোলার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন গড়ে তোলার দাবি ছবি: শকিল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শ্রমিকদের স্বার্থে দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন গড়ে তোলার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।

মে দিবস উপলক্ষে শনিবার (৩০ এপ্রিল) বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে জাসদ।

সমাবেশে উপস্থিত ছিলেন- জাসদের (একাংশ) কার্যকরী সভাপতি সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য মহব্বত আলী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র ও মানবতার চেতনার জন্যই মে দিবস পালন করতে হবে। শ্রমজীবীদের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। ষড়যন্ত্রমূলক রাজনীতিতে মালিকগোষ্ঠী যেমন জড়ায় তেমনি শ্রমিকদেরও অনেক সময় উস্কে দেওয়া হয়। দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন গঠনে মালিকদের তালবাহানা অন্যায়। সংশ্লিষ্ট সকলকে এ অন্যায় থেকে বেরিয়ে আসতে হবে।

সরকারের উচিত শ্রমজীবী মানুষের হাতকে একত্রিত করে গণতন্ত্রের শত্রু জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবাদীদের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
ইউএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।