ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আসছে বাজেটে কমতে পারে ভ্যাট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, মে ৯, ২০১৬

ঢাকা: আগামী জুলাইতে বাস্তবায়ন হবে নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন। এতে ভ্যাটের পরিমাণ ১৫ শতাংশের কম হতে পারে বলে আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

 
 
রোববার (০৮ মে) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভ্যাট আইন বাস্তবায়ন নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী বলেন, নতুন আইনে ভ্যাট ১৫শতাংশের কম করতে হলে বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হবে।  
 
এর আগে চলতি বছরের ২৮ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির এক সভায় ভ্যাট আপাতত ১৫ শতাংশই রাখার কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী।  
 
বৈঠক শেষে মুহিত বলেছিলেন, তাদের অনেক দাবি, মাল্টিপল রেট দরকার, টার্নওভার ট্যাক্স দরকার। হ্যাঁ, টার্নওভার ট্যাক্স থাকবে। সেটা ঠিকই আছে। মেইন ইস্যু নাই, ইজ মাল্টিপল ভ্যাট রেট। আমরা এখন আর কিছু বলবোই না, বাজেটে দেখা যাবে। ওনাদেরকেও কিছু বলি নাই।
 
এনবিআর সূত্র জানায়, নতুন আইনে ব্যবসায়ীদের অনলাইনে মূসক পরিশোধ করতে হবে। আগামী ১৫ জুন থেকে ই-মূসক নিবন্ধন নিতে হবে। ফলে ব্যবসায়ীদের সনাতনী মূল্য সংযোজন কর (ভ্যাট) বা মূসক নিবন্ধনের পরিবর্তে ই-মূসক নিবন্ধন নিতে হবে।
 
ই-মূসক নিবন্ধনের জন্য ব্যবসায়ীদের কাছে ই-টিআইএন নম্বর, মোবাইল নম্বর, ব্যাংক হিসাব ও ই-মেইল ঠিকানা চাওয়া হলেও ব্যবসায়ীরা সাড়া দিচ্ছে না। বিশেষ করে ব্যাংক হিসেব নিয়ে ব্যবসায়ীরা সংশয় প্রকাশ করলেও এনবিআর কর্মকর্তারা আশ্বাস দিচ্ছে, লেনদেন ও স্বচ্ছতার সুবিধার্থে ব্যাংক হিসাব চাওয়া হয়েছে।
 
জানা গেছে, ৮ লাখ ৪০ হাজার ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান থাকলেও ভ্যাট রিটার্ন দাখিল করে মাত্র ৩২ হাজার। এরমধ্যে নিবন্ধিত কিছু প্রতিষ্ঠান প্যাকেট ভ্যাটের আওতায় রয়েছে। কিছু প্রতিষ্ঠান নিবন্ধন নিলেও ব্যবসা করে না। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানই ভ্যাট দেয় না।
 
বিকেলে  শুরু হওয়া এ বৈঠকে ব্যবসায়ী নেতারা ছাড়াও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ০৬২৭ ঘণ্টা, মে ০৯, ২০১৬
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।