ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রিজার্ভের অর্থ উদ্ধারে কাজ করবে তিন প্রতিষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, মে ১১, ২০১৬
রিজার্ভের অর্থ উদ্ধারে কাজ করবে তিন প্রতিষ্ঠান

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরির যাওয়া অর্থ উদ্ধার ও জড়িতদের শাস্তির আওতায় আনতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ব্যাংক, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ও সুইফট কর্তৃপক্ষ।
 
বুধবার (১১ মে) এক জরুরি সংবাদ সম্মেলেন ডেকে এ কথা জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা।


 
তিনি বলেন, মঙ্গলবার (১০ মে) সুইজারল্যান্ডের ব্রাসেলস শহরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে ঘটে যাওয়া সাইবার জালিয়াতির বিষয়ে বাংলাদেশ ব্যাংক, নিউইয়র্ক ফেড ও সুইফট প্রতিনিধিদের মধ্যে এক ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নর ফজলে কবির ও নিউইর্য়ক ফেডের পক্ষে প্রেসিডেন্ট উইলিয়াম ডাডলি নেতৃত্ব দেন। সভায় সকল পক্ষ জালিয়াতি পরবর্তী তাদের গৃহীত পদক্ষেপসমূহ অবহিত করেন।
 
একই সঙ্গে এ ঘটনার মাধ্যমে পরিলক্ষিত সাইবার ও অবকাঠামোগত দুর্বলতার ব্যাপারে পর্যালোচনা করা হয়। এছাড়া ঘটে যাওয়া বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি লেনদেন প্রক্রিয়া স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
 
তিনি বলেন, সভায় জালিয়াতির পুরো অর্থ উদ্ধার, জড়িতদের উপযুক্ত বিচারের আওতায় আনা ও বিশ্ব অর্থনীতিকে সাইবার আক্রমণ থেকে রক্ষায় একতাবদ্ধ হয়ে কাজ করার বিষয়ে সম্মতি প্রকাশ করা হয়।
 
চলতি বছরের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশের রিজার্ভ থেকে ১০১ মিলিয়ন বা ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার যায় ফিলিপাইনে। যার সিংহভাগ এখনও উদ্ধার সম্ভব হয়নি।
 
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মে ১১, ২০১৬
এসই/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।