ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘দৃষ্টিহীন মানেই অন্ধ নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, মে ১৪, ২০১৬
‘দৃষ্টিহীন মানেই অন্ধ নয়’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, দৃষ্টিহীন হলেই মানুষ অন্ধ হয়ে যায় না। দৃষ্টিহীনদের অর্ন্তদৃষ্টি থাকে প্রখর।

যেটা অন্যদের থাকে না।

শনিবার (১৪ মে) সকালে রাজধানীর পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে 'দৃষ্টিহীনদের মুদ্রা চেনানো'র ওপর এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

গভর্নর ফজলে কবির বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্ব ব্যাংকের এক জরিপে দেখা যায় অনুন্নত দেশে দৃষ্টি প্রতিবন্ধীদের সংখ্যা ১৫ শতাংশ। তবে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে দেশের ৪ শতাংশ মানুষ দৃষ্টি প্রতিবন্ধী। সেক্ষেত্রে এই সংখ্যা ৩০ লাখের বেশি হবে না। এর মধ্যে অনেকেই গ্রামে থাকেন। তাদের কাছেও সেবা পৌঁছে দিতে হবে।  

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ে নিয়ে যেতে হলে এই দৃষ্টিহীন মানুষদের মূল ধারায় অর্ন্তভুক্ত করতে হবে। দৃষ্টিহীন মানুষের অর্ন্তদৃষ্টি প্রখর থাকে। দৃষ্টিহীন হলেই মানুষ অন্ধ হয়ে যায় না।

গভর্নর বলেন, ২০১০ সালে জাতিসংঘের সনদে স্বাক্ষরকারী দেশ এবং ২০১৩ সালে প্রতিবন্ধীদের অধিকার আইন বাস্তবায়নে আন্তরিককতার সঙ্গে কাজ করতে হবে।

ফজলে কবির বলেন, বাংলাদেশের টাকা স্পর্শনাভুতি দিয়ে তৈরি করা হয়েছে। ৫০০ টাকার নোট থেকে ১০ টাকার নোট পর্যন্ত কিছু স্পর্শ জায়গা রয়েছে, যার মাধ্যমে দৃষ্টিহীনরা অর্থমূল্য বুঝতে পারবেন। এ জন্যে প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে। যেটা জেলা পর্যায়ে নিয়ে যেতে হবে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন- বিবিআইএম এর পরিচালক তৌফিক আহমেদ চৌধুরী, বিপিআইএস এর প্রতিষ্ঠা সভাপতি মনসুর আহমেদ চৌধুরী, ফ্রান্সের ব্যাংক নোট প্রস্তুতকারী বিশেষজ্ঞ জো-কেসেডিন, আইএসআইটি'র ভাইস চেয়ারম্যান শাহনাজ শারমীন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, আইআইসিটি'র চেয়ারম্যান ড. মো. জালালউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মে ১৪, ২০১৬
এমএন/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।